ঢাকা সোমবার, ০৭ জুলাই ২০২৫

বিমোহিত বাঁধন, পূজার বিশ্বাস শ্রম বিফলে যাবে না

বিমোহিত বাঁধন, পূজার বিশ্বাস শ্রম বিফলে যাবে না

‘এশা মার্ডার’ ছবির পোস্টার।

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ২৯ মে ২০২৫ | ১৬:৫৯ | আপডেট: ২৯ মে ২০২৫ | ১৭:৩০

‘রেহানা মরিয়মন নূর’ দিয়ে তুমুল আলোচনায় থাকা আজমেরি হক বাঁধনকে অনেক দিন ধরেই সিনেমায় দেখা যাচ্ছিল না।  তবে সিরেজে দেখা গিয়েছে। কিন্তু সিনেমা নেই কেনো? এমন প্রশ্ন অনেকের মনেই ছিল। তবে দেশের নানা ইস্যুতে আলোচনায় ছিলেন তিনি। ছিলেন না কেবল সিনেমায়। কিন্তু  এভাবে আর কতদিন? বাঁধনকে তো সিনেমায় থাকতে হবে, অভিনয়ে থাকতে হবে। ১ মিনিটের টিজারে প্রকাশ করে বাঁধন জানিয়ে দিলেন তিনি সিনেমায় ছিলেন, আছেন, থাকবেন।  আসন্ন ঈদুল আজহায় ‘এশা মার্ডার’ সিনেমা দিয়ে দেখা হবে তার সঙ্গে। 

২০০৯ সালে ঢাকার আজিমপুরে ঘটে যাওয়া এক চাঞ্চল্যকর খুনের ঘটনা অবলম্বনে নির্মিত হয়েছে সিনেমাটি। সিনেমাটিতে একজন পুলিশ তদন্ত কর্মকর্তার চরিত্রে অভিনয় করেছেন আজমেরী হক বাঁধন। সম্প্রতি প্রকাশিত টিজারে দেখা যায়, অর্চনা গোপ, জেসমিন টিউলিপ এবং এশা জান্নাত নামের তিনজন মেয়ে একই জেলায় খুনসহ ধর্ষণের শিকার হন। যার তদন্তের দায়িত্ব পড়ে পুলিশ অফিসার বাঁধনের উপর!

সিনেমাটি শুরুর দিকে  বাঁধন বলেছিলেন, “বাংলাদেশের বাণিজ্যিক চলচ্চিত্রে নারীর এমন চরিত্র দেখে আমি মুগ্ধ হয়েছিলাম। তাই সিনেমাটিতে কাজের সিদ্ধান্ত নিই।’ টিজার প্রকাশের সেই বাঁধন বললেন, টিজার দর্শকদের কমেন্ট পড়ছিলাম। ছোট করে বললে বলব, দর্শক সাড়া আমাকে ও আমাদের টিমকে বিমোহিত করেছে। বিলিভ মি, এবার ঈদের সিনেমাগুলোর মধ্যে ‘এশা মার্ডার’-এর পার্র্থক্য দর্শকরা সিনেমা হলেই ধরতে পারবেন। আমি নিশ্চিত আমাদের সিনেমা তার আনপ্রেডিক্টেবল স্টোরি লাইন-আপ দিয়ে দর্শকদের বিনোদিত করবে।”

সিনেমাটির কাহিনীকার, চিত্রনাট্যকার ও পরিচালক সানী সানোয়ার বলেন, জীবন-জীবিকা, প্রেম, খুন আর মানবীয় আবেগের একটি উপখ্যান তৈরির চেষ্টা করেছি। কতটুকু পেরেছি তা দর্শকরাই বলবেন। টিজারে গল্পের খুব অল্প আবেশই রেখেছি।

লাক্স সুন্দরী হিসেবে পরিচিত এবং এশা ভূমিকায় অভিনয় করা পূজা এগনেস ক্রুজ বলেন, টিজার দেখে অনেকেই মুগ্ধতার কথা বলছেন। তবে, আমি পুরো সিমেনা দেখে মুগ্ধতা শোনার অপেক্ষায়। আমার বিশ্বাস, আমাদের টিম-ওয়ার্ক বিফলে যাবে না।

ছবিটিতে আরও অভিনয় করেছেন– ফারুক আহমেদ, শরীফ সিরাজ, শতাব্দী ওয়াদুদ, সুষমা সরকার, নিবির আদনান, হাসনাত রিপন, সরকার রওনক রিপন, শিল্পী সরকার অপু, এ কে আজাদ সেতু, ইশিকা সাকিন, সৈয়দ এজাজ আহমেদ প্রমুখ এবং স্পেশাল এপিয়ারেন্স দিয়েছেন মিশা শওদাগর ও সুমিত সেন গুপ্ত।

কপ ক্রিয়েশনের প্রযোজনায় নিমির্ত চলচ্চিত্রটিতে সহযোগী প্রযোজনা প্রতিষ্ঠান হিসেবে যুক্ত আছে বিঞ্জ এবং লিডস এন্টারটেইনমেন্ট। চলচ্চিত্রটি আসন্ন ঈদ-উল-আযহায় দেশব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তির পর ধাপে ধাপে বিশ্বের বিভিন্ন মুক্তির প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

আরও পড়ুন

×