ঢাকা সোমবার, ০৭ জুলাই ২০২৫

আজীবন সম্মাননায় দিলারা জামান, আরও যারা পেলেন সাকসেস অ্যাওয়ার্ড

আজীবন সম্মাননায় দিলারা জামান, আরও যারা পেলেন সাকসেস অ্যাওয়ার্ড

ছবি: সংগৃহীত

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ২৯ মে ২০২৫ | ২০:০৫ | আপডেট: ৩০ মে ২০২৫ | ১৪:১২

দেশের বিভিন্ন অঙ্গনের সফল ব্যক্তিদের কাজের স্বীকৃতি জানাতে শুরু ‘এক্সিলেন্স ইন সাকসেস অ্যাওয়ার্ড’ নামে একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানের। গত ২৬ মে রাতে রাজধানীর একটি চার তারকা হোটেলে জাকজমকপূর্ণ আয়োজনে অ্যাওয়ার্ড প্রদানের মাধ্যমে এর আনুষ্ঠানিক যাত্রা হয়। এতে বিভিন্ন শাখার পেশাজীবী সফল ব্যক্তিদের পাশাপাশি শোবিজের একঝাঁক তারকা শিল্পী পুরস্কৃত হয়েছে।

দেশের বিভিন্ন অঙ্গনের সফল ব্যক্তিদের কাজের স্বীকৃতি প্রদাণ করতেই এই আয়োজন শুরু করেছেন বলে জানান এর আয়োজক ঊর্মি ইসলাম। ওয়ার্ল্ড অব ইউনিটি কর্তৃক আয়োজিত এই আয়োজনে প্রথম বছরেই ‘এক্সিলেন্স ইন সাকসেস’ আজীবন সম্মাননা প্রদাণ করা হয়েছে বর্ষিয়ান অভিনেত্রী দিলারা জামানকে।এছাড়া চলচ্চিত্রশিল্পে বিশেষ অবদানের জন্য পুরস্কার পেয়েছেন প্রখ্যাত অভিনেত্রী রোজিনা ও নূতন।

অভিনয়ের জন্য এই পুরস্কার হাতে উঠেছে জনপ্রিয় অভিনেত্রী রুনা খান (ওটিটি), কাজী নওশাবা আহমেদ ও শিরিন শিলা (চলচ্চিত্র), আশনা হাবিব ভাবনা ও স্বর্ণলতা দেবনাথ (টিভি নাটক) সুষমা সরকারের (থিয়েটার)। শ্রেষ্ঠ সঙ্গীতশিল্পীর পুরস্কার পেয়েছেন মনির খান ও আঁখি আলগমীর। 

সঙ্গীতপরিচালক হিসেবে ক্যারিয়ারের প্রথম পুরস্কারটি পেলেন ক্লোজআপ ওয়ান’খ্যাত তারকা সাজিয়া সুলতানা পুতুল। সেরা গীতিকারের স্বীকৃতি পেয়েছেন বাংলা ট্রিবিউনের সাংবাদিক আল মাহমুদ মানজুর। সেরা বিনোদন সাংবাদিকের পুরস্কার পেয়েছেন অনিন্দ্য মামুন (সমকাল) ও জাহিদুল ইসলাম (ডেইলি সান)। 

টেলিভিশন সাংবাদিকতায় পুরস্কার পেয়েছেন আলী আফতাব ভূইয়া (চ্যানেল ২৪)। স্টাইলিশ সাংবাদিক হিসেবে পুরস্কার পেয়েছেন আল মাসিদ রণ (বার্তা২৪.কম)। সেরা মডেল হিসেবে পুরস্কার পেয়েছেন জেবা জান্নাত। সেরা নৃত্যপরিচালকের পুরস্কার গেছে জনপ্রিয় নৃত্যশিল্পী সোহেল রহমানের হাতে।   

পুরস্কার প্রদাণের ফাঁকে ফাঁকে ছিলো জমকালো ফ্যাশন শো এবং নৃত্য পরিবেশনা। 

আরও পড়ুন

×