ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

বউ শ্বাশুড়ির মনস্তাত্বিক দ্বন্দ্বের নতুন গল্প

বউ শ্বাশুড়ির মনস্তাত্বিক দ্বন্দ্বের নতুন গল্প

‘একটি পারিবারিক গল্পের খসড়া’ নাটকের দৃশ্য। ছবি:সংগৃহীত

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ৩০ মে ২০২৫ | ১৪:৪৫ | আপডেট: ৩০ মে ২০২৫ | ১৪:৫৯

চ্যানেল আইতে ঈদের আগের দিনের নাটক মানেই রেজানুর রহমানের নাটক। টানা ২৫ বছর চ্যানেল আইতে দুই ঈদের অনুষ্ঠানমালায় ঈদের আগের দিন রেজানুর রহমানের নাটক প্রচার হয়ে আসছে। তারই ধারাবাহিকতায় রেজানুর রহমান এবারও চ্যানেল আইয়ের জন্য নির্মাণ করেছেন ঈদের নাটক ‘একটি পারিবারিক গল্পের খসড়া’।

বউ-শাশুড়ির মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব একটি সুখী সংসারকে কোথায় নিয়ে দাঁড় করায় তার করুণ পরিণতি দেখানো হবে নাটকটিতে। রেজানুর রহমান বলেন, সংসারে বউ-শাশুড়ির যুদ্ধ নতুন ঘটনা নয়। তাই বলে বিষয়টিকে উপেক্ষা করাও উচিত নয়। তাদের দ্বন্দ্বের পরিণতি একটি সুখী সংসার কোথায় নিয়ে দাঁড় করায় তা-ই ফুটে উঠেছে নাটকটিতে। আশা করছি নাটকটি দর্শকের ভালো লাগবে। ’

‘একটি পারিবারিক গল্পের খসড়া’ নাটকে অভিনয় করেছেন দিলারা জামান, মোহাম্মদ বারী, হাফিজুর রহমান সুরুজ, মাহবুবা রেজানুর, রাজিব সালেহীন, মাহফুজা আফনান অপ্সরা, রুনি, দীপান্বিতা প্রমুখ। ঈদের আগের দিন সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে চ্যানেল আইতে নাটকটি প্রচার হবে।
 

আরও পড়ুন

×