ইচ্ছা করলেই অনেক কিছু বলতে পারবে না, দেবাশীষকে বললেন মিশা

মিশা সওদাগর ও দেবাশীষ বিশ্বাস
বিনোদন ডেস্ক
প্রকাশ: ৩১ মে ২০২৫ | ১৫:৪৫ | আপডেট: ৩১ মে ২০২৫ | ১৬:১৭
কয়েক বছর হল উপস্থাপনা ঘিরে নানা বিতর্ক দেখা যায়। বিশেষ করে উপস্থাপকদের অবন্তার প্রশ্ন নিয়ে প্রায় বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয় তাদের। এ নিয়েই ফেসবুক স্ট্যাটাসে নিজের দায়বদ্ধতার জায়গা তুলে ধরেছেন পরিচালক ও উপস্থাপক দেবাশীষ বিশ্বাস। তার এই স্ট্যাটাসে খল অভিনেতা মিশা সওদাগর মন্তব্য, ‘এটা তোমার কাজ নয়। তুমি ইচ্ছা করলেই অনেক কিছু বলতে পারবে না।’
দেবাশীষ লিখেছেন, উপস্থাপক জীবন শুরু হয় ২০০০ সালে। সেই হিসাবে ২৫ বছর কাটিয়ে দিয়েছেন উপস্থাপনায়। জীবনের ২৫টা বছর এই শিল্পকে দিয়েছি! প্রাপ্তিযোগও অনেক। উপস্থাপনা করে তারকাও হয়েছি, যা এখানে বিরল। এখনো সমানতালে দেশে–বিদেশে বিভিন্ন মাধ্যমে উপস্থাপনা করে যাচ্ছি।’
তিনি আরও লিখেছেন, ‘জোর গলায় বলতে পারি, আমরা হাতে গোনা দু-একজন রয়েছি, যারা এই শিল্পে গৎবাঁধা স্টাইলের বাইরে গিয়ে আধুনিকতার ছোঁয়া এনেছি। তবে এটা আনতে বা করতে গিয়ে অনুষ্ঠানে উপস্থিত কোনো অতিথিকে নিয়ে অসৌজন্যমূলক কোনো আচরণ কিংবা আলু, পটোল, বেগুন, শসা, ঝিঙে, কলা বা মুলার অবান্তর প্রশ্নের আশ্রয় নিতে হয়নি।’
দেবাশীষের এই স্ট্যাটাসে খল অভিনেতা মিশা সওদাগর লিখেছেন, ‘তুমি মহাসমুদ্র থেকে তৈরি, সাগর। তুমি নদী-নালা খাল-বিল নিয়ে ভাবছ কেন। এটা ভাবার অনেক লোক আছে। এটা তোমার কাজ নয়। তুমি মনে রেখো, মহাসাগর থেকে তোমার সৃষ্টি। তোমার বাবার নাম দিলীপ বিশ্বাস। তুমি ইচ্ছা করলেই অনেক কিছু বলতে পারবে না, করতে পারবে না। লাউড অ্যান্ড ক্লিয়ার।’
প্রসঙ্গত, উপস্থাপনার পাশাপাশি সিনেমা নির্মাণও করছেন দেবাশীষ বিশ্বাস। গেল মাসে ‘লাভ ইন ক্যালিফোর্নিয়া’ নামে নতুন একটি সিনেমা তৈরির ঘোষণা দিয়েছেন তিনি। সিনেমাটির গল্প আমেরিকার প্রেক্ষাপটে তৈরি। রোমান্টিক ঘরানার এ সিনেমাটির পুরোটাই তাই আমেরিকায় শুট হবে।
- বিষয় :
- মিশা সওদাগর
- উপস্থাপনা
- পরিচালক