তারকাবহুল ‘উৎসব’-এ ফেলে আসা সময় ছুঁয়ে দেখার প্রচেষ্টা

‘উৎসব’ সিনেমার দৃশ্যে চঞ্চল চৌধুরী, জয়া আহসান ও জাহিদ হাসান
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ৩১ মে ২০২৫ | ১৬:৪৫ | আপডেট: ৩১ মে ২০২৫ | ১৬:৪৯
ঈদের সিনেমা মানেই এখন যেন অ্যাকশন অথবা থ্রিলার। গত কয়েক বছরে ঈদে বাজিমাত করা সিনেমাগুলোর দিকে তাকালে এমনটাই মনে হতে পারে। সেসব থেকে বেরিয়ে হাস্যরস পরিবার এবং সম্পর্কের সিনেমা উৎসব হয়ে উঠতে পারে সম্পূর্ণ পারিবারিক বা সামাজিক সিনেমা। ‘উৎসব’ সিনেমার ট্যাগ লাইনেও ব্যবহার করা হয়েছে, ‘সংবিধিবদ্ধ সতর্কীকরণ– পরিবার ছাড়া দেখা নিষেধ’।
আজ বিকেলে প্রকাশ পেয়েছে ‘উৎসব’ সিনেমার টিজার। উৎসবের আমেজটা বেশ ভালোভাবেই পাওয়া গেল ঈদের সিনেমা ‘উৎসব’-এর টিজারে। দেখা গেলো জাহিদ হাসান, চঞ্চল চৌধুরী, জয়া আহসান এবং অপি করিমের মজার মজার সংলাপ।
সিনেমাটি নির্মাণ করেছেন তানিম নূর। তিনি বলেন, ‘ঈদে আমরা সবাই মিলে যেন আনন্দ করতে পারি সেজন্যই সিনেমাটি নির্মাণ করা। আর ঈদের আনন্দ তো শুধু নিজের জন্য নয়, এই আনন্দ ছড়িয়ে দেয়ার বিষয়। আমাদের সিনেমাতেই তেমন বার্তাই রয়েছে।’
‘উৎসব’ সিনেমার টিজারের একদম শেষে চঞ্চল চৌধুরী অভিনীত চরিত্রের কণ্ঠে শোনা যায়, ‘কী আশ্চর্য, লোকটা রেগে গেল কেন?’ সংলাপটি চেনা চেনা মনে হতে পারে ‘আজ রবিবার’ নাটকের দর্শকদের।
টিজারে পাওয়া গেছে সৌম্য জ্যোতি এবং সাদিয়া আয়মানের সুন্দর কিছু মুহূর্ত। সিনেমার গানসহ আরও কিছু প্রকাশ পাবে শিগগিরই।
‘উৎসব’ সিনেমায় অভিনয় করেছেন জাহিদ হাসান, জয়া আহসান, অপি করিম, চঞ্চল চৌধুরী, আফসানা মিমি, তারিক আনাম খান, আজাদ আবুল কালাম, ইন্তেখাব দিনার, সুনেরাহ বিনতে কামাল, সৌম্য জ্যোতি, সাদিয়া আয়মান। এক সিনেমায় এতজন তারকার উপস্থিতি দেশীয় চলচ্চিত্রে বিরল। এক সিনেমায় এতজন জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া অভিনয়শিল্পীর কাজ করার ঘটনা নেই বললেই চলে।
- বিষয় :
- চঞ্চল চৌধুরী
- জয়া আহসান
- জাহিদ হাসান