গ্লোবাল মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন আঁখি আলমগীর-সাবাসহ ৩৮ জন

আঁখি আলমগীর ও সাবরিনা সাবা
বিনোদন ডেস্ক
প্রকাশ: ৩১ মে ২০২৫ | ১৯:১৬ | আপডেট: ৩১ মে ২০২৫ | ১৯:৩০
জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো গ্লোবাল মিডিয়া অ্যাওয়ার্ডস-২০২৫। এবার মিডিয়া অ্যাওয়ার্ডস পেয়েছেন সংগীতশিল্পী আঁখি আলমগীর ও সাবরিনা সাবাসহ ৩৮ জন শিল্পী। রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত জমকালো অনুষ্ঠানে শুক্রবার তাদের হাতে অ্যাওয়ার্ড তুলে দেয়া হয়।
সংগীত ও শিল্পাঙ্গনে বিশেষ অবদানের জন্য এদিন সংগীতশিল্পী ফেরদৌস আরা, চলচ্চিত্র অভিনেত্রী রোজিনাসহ বেশ কয়েকজন গুণী ব্যক্তিত্বকে আজীবন সম্মাননা প্রদান করা হয়।
এছাড়া অভিনেত্রী রুনা খান, সাদিয়া আয়মান, মডেল পিয়া জান্নাতুল, হকসহ ৩৮ জনকে পুরস্কার প্রদান করা হয়।
এ প্রজন্মের সংগীতশিল্পী সাবরিনা সাবা। একাধিক জনপ্রিয় গান রয়েছে তার। শিশুশিল্পী হিসেবে বেশ কয়েকটি জাতীয় পুরস্কার পেয়েছেন সাবরিনা সাবা। ২০১০ সালে মার্কস অলরাউন্ডার ২০১০ অংশগ্রহণ এর মাধ্যমে সংগীত জগতে প্রবেশ করেন তিনি। তার প্রথম অ্যালবাম প্রার্থনা।
এরপর ‘ডুব’, ‘মনেরই আকাশ’, ‘রোমিও জুলিয়েট’, ‘সুখপাখি’, ‘পাঁজরের মাঝে’, ‘জনম জনম তোমাকে’। ‘অনলি সাবা’, ‘অনলি সাবা টু’ অ্যালবাম প্রকাশিত হয়।
- বিষয় :
- সংগীতশিল্পী
- সংগীত
- আঁখি আলমগীর