ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

আনন্দ, চমক আর তারকায় ভরপুর বিটিভির ‘আনন্দমেলা’

আনন্দ, চমক আর তারকায় ভরপুর বিটিভির ‘আনন্দমেলা’

বিটিভির আনন্দমেলা অনুষ্ঠানে শাকিব খান। ছবি: সংগৃহীত

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ০১ জুন ২০২৫ | ১৩:৪০

ঈদের দিন শুধু নতুন জামা আর গরুর মাংসের মধ্যে সীমাবদ্ধ না থাকে। এই ভাবনাতে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) প্রতি বছর সাজিয়ে তোলে তাদের সবচেয়ে জনপ্রিয় অনুষ্ঠান ‘আনন্দমেলা’। এবারও তার ব্যতিক্রম হয়নি। বরং এবারের আয়োজনে রয়েছে চমক, সুর, ছন্দ, রং ও তারকাময় এক বিশাল উপহার। ঈদের রাত ১০টায় যখন শহরের রাস্তাগুলো ফাঁকা হয়ে যাবে, বাড়ির বারান্দায় জমে উঠবে গল্প, তখনই টিভির পর্দায় শুরু হবে ‘আনন্দমেলা’। 

এবার অনুষ্ঠানটির হাল ধরেছেন দুই অভিনয়শিল্পী। তারা হলেন– নুসরাত ইমরোজ তিশা ও ইন্তেখাব দিনার। তাদের উপস্থাপনাতেই খুলে যাবে আনন্দমেলার একের পর এক পর্দা। শুরুতেই দেখা যাবে কবিতার রাজ্য। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কালজয়ী তিন নারী চরিত্র ‘নুরজাহান’, ‘লায়লী’ আর ‘চাঁদ সুলতানা’ যেন এবার উঠে এসেছেন নতুন আলোয়, নতুন ছন্দে। আনিকা কবির শখ হয়েছেন চাঁদের কন্যা ‘চাঁদ সুলতানা’, সামিরা খান মাহি হয়েছেন স্রোতের মাঝে ভেসে আসা ‘নুরজাহান’ আর মীম চৌধুরী হয়েছেন ‘লায়লী’। তারা তিনজন একসঙ্গে অংশ নিয়েছেন নজরুলের আরেকটি ‘আমি পূরব দেশের পুরনারী’ গানে। 

এরপরেই সিনেমার গান নিয়ে মঞ্চ মাতাবেন চিত্রনায়িকা পূজা চেরী ও দিঘী। তাদের দু’জনকে দেখা যাবে কোলাজ গানের সঙ্গে। তাদের পরিবেশনার পর থাকছে কিংবদন্তি কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিনের গান। তাঁর কণ্ঠে ‘আমি রজনীগন্ধা ফুলের মতো’ গানটি যেন এক শ্রুতিমধুর শ্রদ্ধাঞ্জলি অতীত দিনের সোনালি সময়কে তুলে আনবে। রকপ্রেমীদের জন্য থাকবে ওয়ারফেজ ব্যান্ডের পরিবেশনা। গানের এই দোলাচল পেরিয়ে থাকছে তারকার ভুবনে–আর সেখানে এই প্রথমবারের মতো ‘আনন্দমেলা’র অতিথি হিসেবে আসছেন শাকিব খান। নিজের নতুন ছবির গানে পারফর্ম করবেন তিনি। শুধু তাই নয়, তিশার সঙ্গে জমবে তাঁর এক গভীর আলাপচারিতা–সিনেমা, জীবন, ঈদ এবং তারকা হয়ে ওঠার গল্প।

তারপর মজার মুহূর্ত! অন্যদিকে আবু হেনা রনি হাসাবেন ‘গরুর হাট’ নিয়ে। তাঁর কৌতুকের পাশাপাশি থাকবে হালকা সামাজিক খোঁচা। এরপর থাকছে কয়েকটি নাটিকা। ‘গুজব’, ‘গরুর হাট’, ‘গ্রীষ্মকালীন ফল’ আর ‘টেলিফোন পর্ব’। প্রতিটি যেন একটি স্বল্পদৈর্ঘ্য গল্প আর হাসির খোরাক। এগুলোতে অভিনয় করেছেন জিল্লুর রহমান, কচি খন্দকার, সোহেল খান, সুভাশিষ ভৌমিক, শাহীন আলম, এবিএম আজাদ, মেহেদি হাসান তরু ও শৈলী। এখানেই শেষ নয়। গেম শোতেও থাকছে টুইস্ট। ক্রীড়াঙ্গনের তারকাদের নিয়েও রয়েছে নানা আয়োজন। এতে অংশ নিয়েছেন সাব্বির আহমেদ, শারমিন আক্তার সুপ্তা আর আর্চার বন্যা আক্তার। এই বিশাল আয়োজনটির পেছনে আছেন তিনজন প্রযোজক। তারা হলেন সাহারিয়ার মোহাম্মদ হাসান, হাসান রিয়াদ ও মামুন মাহমুদ।
 

আরও পড়ুন

×