ঈদের সিনেমা
পাঁচ সিনেমা পেল ‘ইউ’ সার্টিফিকেট, একটি পেল অ্যাডাল্ট

ছবি: সংগৃহীত
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ০৪ জুন ২০২৫ | ১৯:০৯ | আপডেট: ০৪ জুন ২০২৫ | ১৯:০৯
নতুন ঈদে বাঙালি চলচ্চিত্রপ্রেমীদের জন্য হাজির হচ্ছে নানা স্বাদের ছয়টি চলচ্চিত্র। ঈদ ঘিরে সিনেমা হলগুলোয় যেমন জমজমাট প্রস্তুতি, তেমনি দর্শকমনে বাড়ছে কৌতূহল ও প্রত্যাশা। যদিও শুরুতে একাধিক চলচ্চিত্র মুক্তির তালিকায় ছিল, সময় ঘনিয়ে আসতেই একে একে সরে দাঁড়িয়েছে বেশ কয়েকটি। শেষতক ঈদে মুক্তি পাচ্ছে যেসব সিনেমা, সেগুলো হলো-‘তাণ্ডব’, ‘নীলচক্র’, ‘উৎসব’, ‘ইনসাফ’, ‘টগর’ এবং ‘এশা মার্ডার : কর্মফল’।
এই ছয়টি সিনেমার মধ্যে আরিফিন শুভ অভিনীত ‘নীলচক্র’ সবচেয়ে আগে, অর্থাৎ চলতি বছরের ফেব্রুয়ারিতেই চলচ্চিত্র সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছিল। সেই সময় সিনেমাটি ‘ইউ’ সার্টিফিকেট লাভ করে, যার অর্থ-এটি সব বয়সের দর্শকের জন্য উপযোগী ও পরিবারসম্মত। ছবিটির দৈর্ঘ্য ১ ঘণ্টা ৫৩ মিনিট।
অন্যদিকে বাকি পাঁচটি সিনেমা ছাড়পত্র পেয়েছে সম্প্রতি-গতকাল ও আজ বুধবার। এর মধ্যে শরিফুল রাজ অভিনীত ‘ইনসাফ’ ছাড়া বাকি সব চলচ্চিত্রই পেয়েছে ‘ইউ’ সার্টিফিকেট। একমাত্র ‘ইনসাফ’-ই পেয়েছে ‘এ’ বা প্রাপ্তবয়স্কদের জন্য নির্ধারিত সার্টিফিকেট, যার অর্থ এটি শুধু প্রাপ্তবয়স্ক দর্শকদের জন্য উপযোগী। অ্যাকশনধর্মী এই সিনেমার দৈর্ঘ্য ২ ঘণ্টা ২৯ মিনিট। অন্যদিকে ‘ইউ’ সার্টিফিকেট পাওয়া অন্যান্য চলচ্চিত্রগুলো হলো—
তাণ্ডব : অ্যাকশন ও রোমান্টিক গল্পে সাজানো এই সিনেমার দৈর্ঘ্য ২ ঘণ্টা ৯ মিনিট।
উৎসব : পারিবারিক গল্প নিয়ে নির্মিত ছবিটি ১ ঘণ্টা ৫২ মিনিট।
এশা মার্ডার : কর্মফল : একটি রহস্য-রোমাঞ্চে ঘেরা মার্ডার মিস্ট্রি, দৈর্ঘ্য ২ ঘণ্টা ২৬ মিনিট।
টগর : রোমাঞ্চকর আবহে নির্মিত এই সিনেমার দৈর্ঘ্য ২ ঘণ্টা ২৩ মিনিট।
শেষ মুহূর্তে ঈদের তালিকায় যুক্ত হয়েছে আরেকটি চলচ্চিত্র। ‘তোমার আমার প্রেম কাহিনি’। ছবিটি পেয়েছে ‘ইউ’ সার্টিফিকেট, তবে এটি মুক্তি পাবে ঈদের পর।
সব মিলিয়ে ঈদে মুক্তিপ্রাপ্ত এই ছয়টি সিনেমা নানা স্বাদের গল্প নিয়ে হাজির হচ্ছে প্রেক্ষাগৃহে—কখনো রহস্যময়, কখনো রোমান্টিক, আবার কখনো আবেগঘন পারিবারিক বাঁকে। সিনেমাপ্রেমীদের জন্য এটি নিঃসন্দেহে একটি রঙিন ও বৈচিত্র্যময় উৎসব।
- বিষয় :
- সেন্সর বোর্ড
- ঈদের সিনেমা