শাকিব বললেন, রাফী 'তাণ্ডব' তোর জীবনের সেরা সিনেমা

শাকিব খান। ছবি: সংগৃহীত
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ০৬ জুন ২০২৫ | ১২:৩৪ | আপডেট: ০৬ জুন ২০২৫ | ১৪:৪১
“অসম্ভব ভালো মেকিংয়ের একটা সিনেমা ‘তাণ্ডব’। এটা আমি রাফীকে বলেছি-‘রাফী তোর লাইফের বেস্ট সিনেমা এটা”- কথাগুলো বলছিলেন ঢালিউড সুপারস্টার শাকিব খান।
‘তাণ্ডব’ মুক্তি পাচ্ছে এবারের ঈদে। রায়হান রাফী পরিচালিত এই ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান। ছবি মুক্তির দুদিন আগে বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীতে অনুষ্ঠিত হয় সংবাদ সম্মেলন। এতে উপস্থিত ছিলেন চলচ্চিত্রটির শিল্পী ও কলাকুশলীরা। শাকিব খানের পাশাপাশি ছিলেন জয়া আহসান, সাবিলা নূর, আফজাল হোসেন, শাহরিয়ার শাকিল, রেদওয়ান রনি, গাজী রাকায়েত, মুকিত জাকারিয়া, এফ.আই. ভাই (লাভলু), সুব্রত প্রমুখ।
সিনেমাটি নিয়ে শাকিব বলেন, “তাণ্ডব বানাতে আমাদের টিমের অক্লান্ত পরিশ্রম গেছে। ডাবিংয়ে যখন প্রথম ছবিটি দেখি, তখনই মনে হয়েছে ‘ইয়েস! এটা একটা চমৎকার সিনেমা হতে যাচ্ছে’। সিনেমার ফাইট, গান, গল্প- সবকিছুতে ইউনিকনেস আছে। আমিও মুগ্ধ হয়ে ছবিটি উপভোগ করেছি।”
সহশিল্পীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন,“তাণ্ডবে এমন সব শক্তিশালী শিল্পী কাজ করেছেন যে, মাঝেমধ্যে আমার নিজেরও মনে হয়েছে—আমি কি ঠিকভাবে আমার জায়গায় পারফর্ম করছি! আফজাল ভাই, রাকায়েত ভাই, মুকিত ভাই, লাভলু ভাই, সুব্রত দা—এরা সবাই তো নিজ নিজ জায়গায় অসাধারণ। আর পাশে বসা জয়া—সে তো নিজেই একটি প্রতিষ্ঠান। সাবিলাও দুর্দান্ত কাজ করেছে। ‘লিচুর বাগানে’ দিয়ে সে ইতিমধ্যেই সবাইকে তাক লাগিয়ে দিয়েছে।”
নির্মাতা রায়হান রাফী প্রসঙ্গে শাকিব বলেন, “তুফান’-এর সময় থেকে আমি ওর কাজে মুগ্ধ। রাফী প্রি-প্রোডাকশনে যত্নবান, গোছানো এবং অত্যন্ত সিরিয়াস। ওর সঙ্গে কাজ করলে বোঝা যায়—সে কী পরিমাণ ডেডিকেশন নিয়ে সিনেমা বানায়। তাণ্ডব আমার জন্য বিশেষ অভিজ্ঞতা।”
এসময় রাফী বলেন, “এতো বড় মেগাস্টার, যার নামে মানুষ সিনেমা হলে যায়, তিনি গল্প না শুনে শুধু বিশ্বাস করে ডেট দেন, এটা আমার জীবনে বড় প্রাপ্তি। আপনি শুধু স্টার না, আপনি এক অসাধারণ মানুষ। এই বিশ্বাসই আমাকে সাহস দিয়েছে।”
শাকিবকে উদ্দেশ করে তিনি আরও বলেন, 'আমরা চাই, আপনি আরও অনেক বছর ইন্ডাস্ট্রিতে কাজ করুন। বাংলা সিনেমাকে এমন জায়গায় নিয়ে যান—যেখানে সারা বিশ্ব বাংলা চলচ্চিত্র নিয়ে কথা বলবে।'
- বিষয় :
- শাকিব খান
- তাণ্ডব
- রায়হান রাফী