ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

শাকিব খুব লক্ষ্মী একটা ছেলে: জয়া

শাকিব খুব লক্ষ্মী একটা ছেলে: জয়া

জয়া আহসান ও শাকিব খান। ছবি: সংগৃহীত

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ০৬ জুন ২০২৫ | ১৭:১৩ | আপডেট: ০৭ জুন ২০২৫ | ১৬:২৩

শাকিব খানকে লক্ষ্মী ছেলে উল্লেখ করেছেন অভিনেত্রী জয়া আহসান। ঈদে মুক্তি পেতে চলেছে শাকিব খানের ছবি ‘তাণ্ডব’। সিনেমাটির মুক্তি উপলক্ষে বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে উপস্থিত হয়ে এই মন্তব্য করেন জয়া। 

অভিনেত্রী জয়া বলেন, ‘ও (শাকিব খান) খুব লক্ষ্মী একটা ছেলে। কাজের জন্য লক্ষ্মী আবার ইন্ডাস্ট্রির জন্যও লক্ষ্মী। শাকিব খুব পরিশ্রমী। এমন একজন আর্টিস্টের সঙ্গে কাজ করাও আনন্দের।’

জয় আহসান শুধু শাকিব নয়, 'তাণ্ডব' টিম নিয়েই বেশ প্রশংসা করেন। অভিনেত্রী জানান, বড় পর্দায় প্রথমবারের মতো সাবিলা নূরকে দেখার জন্য মুখিয়ে আছেন তিনি।

এদিকে শাকিব খান বলেন, '‘তাণ্ডব নিয়ে বলতে হলে এক কথায় অসম্ভব ভালো মেকিংয়ের একটা সিনেমা। আমার মনে হয়েছে, আমি রাফীকে বলেছিও, তোমার বেস্ট সিনেমা এটা।'' এই প্রোডাকশন হাউজ ও নির্মাতা রাফীর সঙ্গে এটি দ্বিতীয় কাজ উল্লেখ করে শাকিব বলেন, 'আমি যখন ডাবিং করেছি এবং দেখেছি, তখনই মনে হয়েছে, অসম্ভব পরিশ্রমের একটা সিনেমা।’

সহশিল্পীদের প্রশংসা করে শাকিব বলেন, ‘এখানে বড় বড় শিল্পীরা কাজ করেছেন, তাই আমার মনে হয়েছে- আমি কি ঠিক করছি।' অভিনেত্রী জয়াকে দেখিয়ে তিনি বলেন, 'এই যে আমার পাশে বসে জয়া, যার তুলনা জয়া নিজেই; অসাধারণ অভিনয় করেছেন।' সাবিলা নূর 'লিচুর বাগান' গান দিয়ে এরইমধ্যে বাজিমাত করেছেন বলে উল্লেখ করেন তিনি।’

সিনেমায় শাকিব, সাবিলা, জয়া ছাড়াও অভিনয় করেছেন ডা. এজাজ, রোজী সিদ্দিকি, এফএস নাঈম প্রমুখ। ছবিটি প্রযোজনা করেছে এসভিএফ আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেড। সহ–প্রযোজনায় আছে ওটিটি প্ল্যাটফর্ম চরকি। সহযোগিতা করেছে দীপ্ত।

আরও পড়ুন

×