ঢাকা বুধবার, ০২ জুলাই ২০২৫

উত্তর আমেরিকায় প্রীতমের ২৫ কনসার্ট

উত্তর আমেরিকায় প্রীতমের ২৫ কনসার্ট

প্রীতম হাসান। ছবি: সংগৃহীত

সমকাল ডেস্ক

প্রকাশ: ১১ জুন ২০২৫ | ১৩:২২

একের পর এক গান জনপ্রিয়তা পাওয়ায় মঞ্চেও ব্যস্ততা বেড়েছে কণ্ঠশিল্পী ও সংগীতায়োজক প্রীতম হাসানের। যার সুবাদে ডাক পেয়েছেন উত্তর অমেরিকা সফরের। তবে বিগত বছরগুলোর তুলনায় এবারের বিদেশ সফর প্রীতমের জন্য একেবারেই আলাদা। কারণ, এবারের সফরে এক নাগাড়ে ২৫টি কনসার্টে অংশ নিতে যাচ্ছেন তিনি; যা নিয়ে উচ্ছ্বসিত প্রীতম নিজেও। তাঁর কথায়, সংগীত ক্যারিয়ারে এই প্রথম আমেরিকা ও কানাডায় দীর্ঘ তিন মাসের কনসার্ট ট্যুর করছেন তিনি। 

এক নাগাড়ে ২৫টি স্টেজ শো করে যাওয়ার বিষয়টি রোমাঞ্চকর। তাই চেষ্টা থাকবে প্রতিটি শোতে নিজের সেরা গায়কী তুলে ধরার মধ্য দিয়ে দর্শক-শ্রোতার প্রত্যাশা পূরণের। প্রীতম আরও জানিয়েছেন উত্তর আমেরিকার সফরে তাঁর বড় ভাই কণ্ঠশিল্পী প্রতীক হাসানও বেশ কয়েকটি শোতে তাঁর সঙ্গে পারফর্ম করবেন। সব মিলিয়ে এই সফর স্মরণীয় হয়ে থাকবে বলেও আশা প্রকাশ করেছেন তিনি।

গত ৩১ মে যুক্তরাষ্ট্রের ডালাসে পারফর্ম করার মধ্য দিয়ে শুরু হয়েছে প্রীতমের উত্তর আমেরিকা কনসার্ট পর্ব। দ্বিতীয় কনসার্টটি অনুষ্ঠিত হবে ১৫ জুন নিউইয়র্কের লাগর্ডিয়া কলেজ পারফর্মিং আর্ট সেন্টারে। ‘প্রীতম হাসান লাইভ ইন নিউইয়র্ক পাওয়ার্ড বাই রিভার’ শিরোনামে এই কনসার্ট আয়োজন করছে দেশি মিউজিক অ্যান্ড এন্টারটেইনমেন্ট এবং প্রিয়জন ফিল্মস্ ও টোস্টার প্রোডাকশন। আগামী ৩১ আগস্ট বাফেলোতে শো করার মধ্য দিয়ে উত্তর আমেরিকা সফরের ইতি টানবেন প্রীতম। মাঝের সময়টায় তিনি পারফর্ম করবেন নিউ জার্সি, লস অ্যাঞ্জেলেস, অস্টিন, হিউস্টন, মায়ামি, বস্টন, ওয়াশিংটন ডিসি, মিশিগান, আটলান্টা, সিয়াটল, সান হোসে, পোর্টল্যান্ড, টরন্টো, মনট্রিয়াল, ক্যালগেরিসহ বাঙালি অধ্যুষিত বিভিন্ন শহরে।  

এদিকে প্রীতম হাসান যখন উত্তর আমেরিকা সফর নিয়ে ব্যস্ত ঠিক সেই সময় দেশ নানা প্রান্তে শ্রোতা মনে অনুরণন তুলে যাচ্ছে তাঁর গাওয়া ‘তাণ্ডব’ সিনেমার ‘লিচুর বাগানে’ গানটি। এ ছাড়াও অনেক দিন ধরে শ্রোতার মুখে মুখে ফিরছে তাঁর গাওয়া ‘লাগে উড়াধুরা’, ‘চাঁদ মামা’, ‘দেওরা’, ‘মা লো মা’, ‘লোকাল বাস’, ‘বেয়াইনসাব’, গার্লফেন্ড্রের বিয়ে’সহ আরও বেশ কিছু জনপ্রিয় গান।

আরও পড়ুন

×