ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

নাটক প্রকাশ নিয়ে নিলয়ের ক্ষোভ, যা জানাল দীপ্ত কর্তৃপক্ষ

নাটক প্রকাশ নিয়ে নিলয়ের ক্ষোভ, যা জানাল দীপ্ত কর্তৃপক্ষ

নিলয় আলমগীর

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৪ জুন ২০২৫ | ১৩:৫৩ | আপডেট: ১৪ জুন ২০২৫ | ১৪:৫৮

নাটক কিংবা সিনেমার প্রচার নিয়ে নির্মাতা, প্রযোজক ও অভিনয়শিল্পীদের পাল্টাপাল্টি অভিযোগ নতুন কিছু নয়। এবার ঈদের একটি নাটকের প্রচার নিয়ে প্রশ্ন তুলেছেন অভিনেতা নিলয় আলমগীর। তিনি বলেন, নির্মাতা ও অভিনয়শিল্পীদের না জানিয়ে ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়েছে ‘আপন পর’ নামের একটি নাটক।

ঈদের তৃতীয় দিন দীপ্ত টিভিতে প্রচারের পর শুক্রবার দীপ্ত নাটক ইউটিউব চ্যানেলে কোনো রকম প্রচার ছাড়াই প্রকাশ পেয়েছে নাটক ‘আপন পর’। ইউটিউবে নাটক প্রচারে আসার পর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে নির্মাতা রাখি ও অভিনেতা নিলয় জানান, নাটকটি রিলিজের বিষয়ে তারা কিছুই জানেন না।

দীপ্ত কর্তৃপক্ষ সমকালকে জানিয়েছে, “আপন পর’ নাটকটি আমাদের টেলিভিশনে প্রচার হওয়ার বিষয়টি শিল্পী-নির্মাতাসহ সবাই জানেন। প্রত্যেক নাটক প্রকাশের আগে আমরা সেটাই করি। কিন্তু ইউটিউবে নাটকটি প্রকাশ করা নিয়ে ছোট্ট একটা ভুল বোঝাবোঝি হয়েছে। আমরা নাটকটি যার থেকে কিনেছি নিলয়সহ শিল্পীদের জানানোর কথা তার। তিনি সেটা করেননি। পরে আমাদের পক্ষ থেকে অভিনেতা নিলয় আলমগীরকে বিষয়টি জানানো হয়েছে। তিনি বিষয়টি বুঝতে পেরেছেন।”

এরআগে ফেসবুকে নিলয় আলমগীর লিখেছেন, ‘দীপ্ত টিভির ইউটিউব চ‍্যানেলে আমার একটি নাটক রিলিজ হয়েছে আজকে (গতকাল)। কিন্তু রিলিজের ব‍্যাপারে আমরা কোনো আর্টিস্ট জানি না, পরিচালক নিজেও জানেন না। হয়তো এই নাটকের প্রযোজক আলী বশির সাহেব জানেন। যেহেতু ডিজিটাল প্ল‍্যাটফর্মে রিলিজ হয়েছে, তাহলে নিশ্চয়ই কিছু প্রচার-প্রচারণার দরকার আছে। কিন্তু দীপ্ত টিভির হয়তো সেটির দরকার নেই।’

নিলয় আলমগীরের পোস্ট শেয়ার করে নির্মাতা হাসিব হোসেন রাখি লিখেছেন, ‘একটা নাটক আপলোড করার আগে নাটকের ডিরেক্টর, আর্টিস্টদের সঙ্গে কথা বলা উচিত।’

‘আপন পর’ নাটকে নিলয় আলমগীরের স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন তানিয়া বৃষ্টি। আরও আছেন আশরাফুল আলম সোহাগ, হানিফ পালোয়ান, শর্মী প্রমুখ।

আরও পড়ুন

×