ঢাকা বুধবার, ০২ জুলাই ২০২৫

আনন্দের কথায় কেয়ার ‘বৃষ্টি যদি না থামে’

আনন্দের কথায় কেয়ার ‘বৃষ্টি যদি না থামে’

শারমিন কেয়া ও তারেক আনন্দ

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৮ জুন ২০২৫ | ১৬:০২

‘আজ আর বৃষ্টি যদি না থামে/ অঝোর ধারায় অবিরত ঝরে/ বৃষ্টিফোটা গায়ে মেখে/ তোমায় জড়িয়ে নেবো/ উতলা মন শান্ত করবো’- এমন কথামালায় প্রকাশ হলো নতুন একটি গান।

তারেক আনন্দের চমৎকার কথার ‘বৃষ্টি যদি না থামে’ শিরোনামের গানটি প্রকাশ হয়েছে কন্ঠশিল্পী শারমিন কেয়ার কণ্ঠে। সুর সংগীত করেছেন সজীব দাস।

শারমিন কেয়া বলেন, ‘ভীষণ মিষ্টি একটা গান। ভালো লাগার মতো একটি বৃষ্টির গান শ্রোতাদের উপহার দিলাম। আশা করি ভালো লাগবে গানটি।’

গীতিকার তারেক আনন্দ বলেন, ‘বৃষ্টির প্রতি আমি ভীষণ দুর্বল। বৃষ্টি নিয়ে আমার বেশকটি গান প্রকাশ হয়েছে। এই গানের কথার প্রতি আমার অন্যরকম ভালোবাসা প্রকাশ হয়েছে। শ্রোতারা গানটিকে মনে রাখবেন।’

সজীব দাস বলেন, ‘আমি চেষ্টা করেছি সুন্দর সুর, সংগীত করার। বাকিটা শ্রোতারাই বলবেন কেমন হয়েছে।’

গানটি সকল ডিজিটাল প্ল্যাটফর্মসহ প্রকাশ হয়েছে শারমিন কেয়ার নিজস্ব ইউটিউব চ্যানেল থেকে।’

আরও পড়ুন

×