করোনার কবলে অনুপম খেরের মা-ভাই

ফাইল ছবি
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১২ জুলাই ২০২০ | ০৫:২৪ | আপডেট: ১২ জুলাই ২০২০ | ০৫:৩৬
বলিউড তারকা অনুপম খেরের মা, ভাই, ভাবি ও ভাতিজি করোনায় আক্রান্ত। ইনস্টাগ্রামে একটা ভিডিওবার্তায় অনুপম খের তাদের করোনায় আক্রান্ত হওয়ার খবর নিশ্চিত করেছেন।
ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন বলছে, ভিডিওবার্তায় অনুপম খের বলেন, তিনি যদিও নেগেটিভ, কিন্তু দুর্ভাগ্যবশত বাড়ির কিছু সদস্য করোনা আক্রান্ত। অভিনেতার মা, ভাই, ভাইয়ের স্ত্রী ও ভাইজি কোভিড পজিটিভ। প্রত্যেকেই সুস্থ রয়েছে এবং খুব সামান্য লক্ষণ রয়েছে তাদের।
অনুপম খের আরও জানান, কিছুদিন ধরেই মায়ের শরীর ভাল যাচ্ছিল না, খিদেও পাচ্ছিল না। তারপরেই রক্ত পরীক্ষা করা হয়, কিন্তু তখনও সমস্ত রিপোর্ট ঠিক এসেছিল। পরে সিটি স্ক্যানে ধরা পড়ে তিনি সামান্য পরিমানে করোনা ভাইরাসে আক্রান্ত।
শনিবার রাতেই করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন অমিতাভ বচ্চন ও অভিষেক বচ্চন। একের পর এক করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে চলেছে মুম্বই-সহ সারা দেশে। গত ২৪ ঘন্টায় ভারতে করোনা সংক্রমিত ২৮,৬৩৭ জন। যা এখনও পর্যন্ত সর্বাধিক।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, এ দেশে কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা প্রায় ৮ লক্ষ। বর্তমানে ভারতে করোনা পজিটিভ রয়েছেন ৮ লাখ ৪৯ হাজার ৫৫৩ জন। তবে এখনও পর্যন্ত করোনাকোভিড রোগীর চেয়ে সংক্রমণ থেকে সুস্থ হওয়ার হারই বেশি।