ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

জন্মদিনে শুভেচ্ছার সঙ্গে অভিনেত্রী পেলেন বিচ্ছেদের চিঠি

জন্মদিনে শুভেচ্ছার সঙ্গে অভিনেত্রী পেলেন বিচ্ছেদের চিঠি

সুস্মিতা রায়

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০২ জুলাই ২০২৫ | ১৪:০১ | আপডেট: ০২ জুলাই ২০২৫ | ১৯:০৭

পশ্চিমবঙ্গের ছোট পর্দার জনপ্রিয় মুখ সুস্মিতা রায়। লাইট-ক্যামেরার আলোর মতোই ঝলমলে তার জীবন। কিন্তু সেই জীবনে হঠাৎ কালো মেঘের ঘনঘটা। কারণ, মঙ্গলবার নিজের জন্মদিনে প্রকাশ্যে সুস্মিতার জীবনের আরও একটি অনাকাঙ্ক্ষিত দিক। এ দিন স্বামীর সঙ্গে তার বিচ্ছেদের আনুষ্ঠানিক ঘোষণা এসেছে।

মঙ্গলবার সুস্মিতার জন্মদিনে নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি আবেগঘন স্ট্যাটাস দেন তার স্বামী সব্যসাচী চক্রবর্তী।

শুভেচ্ছার পরেই তিনি লেখেন, ‘ভালো থাক। বড় হ আরও। জন্মদিনে আমার শেষতম শুভেচ্ছায় অনেক ভালো থাকিস। নতুন অধ্যায় ভালো হোক। আমরা আলাদা হচ্ছি। কিছু জিনিস দুই তরফে মিলল না, মন খারাপ দুই তরফেই। সেটা কাটিয়েই এগিয়ে যাওয়া হোক!’

পোস্টে বিচ্ছেদ নিয়ে বাইরে থেকে নাক না গলানোর আহ্বানও জানান সব্যসাচী। লেখেন, ‘বাকিদের চর্চা, আলোচনা দয়া করে এখানেই শেষ হোক। আপনাদের কাছ থেকে দুই তরফেই গলাগলি আশা করছি, গালাগালি নয়। এরপর আপনাদের যা ইচ্ছে। এই পোস্ট দু’তরফের সম্মতিক্রমে, আলোচনা করে। আপনারা এবার প্লিজ আলোচনা থামিয়ে দিন। আমাদের দু’জনেরই আলাদা করে অনেক কিছু করার বাকি আছে। প্লিজ।’

বিষয়টি নিয়ে পরে ভারতীয় একটি গণমাধ্যমের কাছে মুখ খোলেন সুস্মিতা। তিনি বললেন, ‘এটা নিয়ে আসলে একদম আলোচনা করতে চাই না। সব্যসাচী এবং আমি দু’জনে মিলে যে পোস্ট করেছি, ওইটুকুই সবাইকে বলতে চাই।’

তিনি আরও বলেন, ‘আমি কারও দিকে আঙুল তোলা বা কোনো কাদা ছোড়াছুড়ি হোক চাই না। আমার কারও প্রতি কোনো অভিযোগ নেই। কাউকে দোষারোপও করব না। এটা সম্মিলিত একটা সিদ্ধান্ত। দুজন দুজনের এই সিদ্ধান্তকে সম্মান জানাই।’

অভিনয়ে সুস্মিতা রায়ের পথচলা বেশ সফল। ‘কৃষ্ণকলি’ ধারাবাহিকে শ্যামার বৌদির চরিত্রে অভিনয় করে দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। এরপর ‘জগদ্ধাত্রী’ ধারাবাহিকেও তাঁর অভিনয় নজর কেড়েছে। সূত্র: আনন্দবাজার ডিজিটাল।

আরও পড়ুন

×