ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফরমে ঈদ

ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফরমে ঈদ

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ৩০ জুলাই ২০২০ | ০৪:০৪

ইন্টারনেটভিত্তিক ওটিটি [ওভার দ্য টপ] আর ইউটিউবনির্ভর বিভিন্ন প্রযোজনা প্রতিষ্ঠান ঈদকে সামনে রেখে তৈরি করে নতুন নতুন প্রযোজনা। কয়েক বছর ধরেই এই মাধ্যমে নতুন প্রযোজনার সংখ্যা বাড়ছিল। কিন্তু এবার হলো ছন্দপতন। করোনাভাইরাসের কারণে প্রভাব পড়েছে ঈদনির্ভর অনলাইন অনুষ্ঠান নির্মাণে। নানা সীমাবদ্ধতা নিয়েও উৎসবের রং ছড়িয়ে দিতে অনলাইন প্ল্যাটফরমগুলো গেল ঈদের মতো নতুন আয়োজনের পাশাপাশি পুরোনো নাটক আর সিনেমার পসরা সাজিয়েছে। এবার জেনে নিই তাদের ঈদ আয়োজন।

বায়োস্কোপ

ঈদ উৎসবে দর্শকের ঘরে থাকার সময়টা যেন আনন্দময় হয় সে লক্ষ্য নিয়েই প্রস্তুত বায়োস্কোপ। তাই অনেক পুরোনো জনপ্রিয় সিনেমা ও নাটক নিজেদের প্ল্যাটফরমে ঈদে প্রকাশ করবে তারা। ঈদ আয়োজনে তুর্কি ধারাবাহিক 'হুররাম' ও 'মারিয়া' প্রচার হবে। যদিও 'হুররাম' ধারাবাহিকটির এখন প্রচার চলছে। তবে ঈদ আয়োজনে একসঙ্গে এর ১২০ পর্ব দেখতে পাবেন দর্শক। 'মারিয়ার' নতুন ১০ পর্ব প্রচার হবে ঈদে। এ ছাড়া সিনেমা 'অজানা বাতাস', 'কাদম্বিনী', 'নায়িকা সংবাদ', 'এলার চার অধ্যায়', 'ফাগুন হাওয়ায়', 'মনের মানুষ'সহ ১৫টি সিনেমা প্রচার হবে এই মাধ্যমে। বায়োস্কোপের কনটেন্ট লিড জাকী মো. আদনান বলেন, 'নানা কিছু নিয়ে সাজানো হয়েছে ঈদ অনুষ্ঠানমালা। করোনাকালে দর্শক যেন আনন্দময় সময় কাটাতে পারে সেসব দিক বিবেচনায় রেখেই এ আয়োজন। দর্শক সহজেই আমাদের কনটেন্ট উপভোগ করতে পারবেন।'

হইচই বাংলাদেশ

প্রতি মাসেই নতুন কনটেন্ট প্রকাশ করে ওটিটি প্ল্যাটফরম হইচই। ঈদকে সমানে রেখেও তাদের আছে আলাদা পরিকল্পনা। নিয়ামুল হাসান মুক্তার 'কাঠবিড়ালী' ছবিটির ডিজিটাল ওয়ার্ল্ড প্রিমিয়ার করতে যাচ্ছে প্ল্যাটফরমটি। এখানে প্রদর্শন করা হবে মোস্তফা সরয়ার ফারুকীর 'পিঁপড়াবিদ্যা', 'টেলিভিশন', গিয়াসউদ্দিন সেলিমের 'স্বপ্নজাল', জাহিদুর রহিম অঞ্জনের 'মেঘমলল্গার' ও মোরশেদুল ইসলামের 'অনিল বাগচীর একদিন'। প্রতিষ্ঠানটির বাংলাদেশ অংশের প্রধান সাকিব আর খান বলেন, 'এ দেশের মানসম্মত সিনেমাকে পৃথিবীর যে কোনো দেশের প্রান্তে থাকা বাংলা ভাষাভাষীর কাছে পরিচিত করানোই ছিল 'হইচই বাংলাদেশ'-এর প্রাথমিক উদ্দেশ্য। পাশাপাশি নির্মাতাদের সৃজনশীলতা প্রদর্শনের একটি পল্গ্যাটফরম হিসেবে হইচইকে প্রতিষ্ঠিত করা। নতুন অনেক প্রযোজনা নির্মাণের প্রস্তুতি আমাদের ছিল; কিন্তু করোনার কারণে সম্ভব হয়নি। করোনা কাটিয়ে উঠতে পারলে আরও নতুন আয়োজন নিয়ে সবার সামনে হাজির হবো। '

বঙ্গবিডি

পাঁচটি সিনেমা, তিনটি খণ্ডনাটক ও একটি ছয় পর্বের নাটক দিয়ে ঈদের আয়োজন সাজিয়েছে বঙ্গবিডি। সিনেমাগুলো হলো 'রক্ত', 'সনাতন গল্প', 'মনচুরি', 'হানিমুন', 'গোগোলের কীর্তি'। নাটক তিনটি হলো 'কোরবানি', 'শেষ বিকেলের মেয়ে' ও 'বার্ডস আই'। থাকছে অপূর্ব-মেহাজাবিন অভিনীত ছয় পর্বের নাটক 'একটু পরে রোদ উঠবে'। এ ছাড়া বঙ্গ মুভিজের আইপিটিভিতে থাকছে তিন দিনব্যাপী ঈদের আয়োজন। এতে ঈদের দিন প্রচার হবে সিনেমা 'স্বরলিপি', 'গুণ্ডা :দ্য টেররিস্ট', 'সেরা নায়ক', 'পাষাণ'। ঈদের দ্বিতীয় দিন প্রচার হবে সিনেমা 'লক্ষ্মী বধূ', 'হৃদয় ভাঙা ঢেউ', 'দুলাভাই জিন্দাবাদ' ও 'রাজা বাবু'। এ ছাড়া ঈদের তৃতীয় দিন সমাপনী আয়োজনে থাকছে সিনেমা 'শাহী খান্দান', 'নিয়তি', 'ঢাকা অ্যাটাক' 'বলো না তুমি আমার'। বঙ্গ প্রযোজনা প্রতিষ্ঠানের চিফ কনটেন্ট অফিসার মুশফিকুর রহমান মঞ্জু বলেন, 'আমাদের প্রতিষ্ঠান সবসময় দর্শকের কথা মাথায় রেখে ঈদ আয়োজনের পরিকল্পনা করে। এবারও তার ব্যতিক্রম হয়নি। আমরা সময়ের জনপ্রিয় তারকা অভিনয়শিল্পী ও নির্মাতাদের প্রাধান্য দিয়েছি ঈদ পরিকল্পনায়। আশা করছি দর্শক করোনাকালেও বঙ্গ অ্যাপ ও আইপিটিভির ঈদ আয়োজনে আমাদের সঙ্গেই থাকবেন। এবারের ঈদে আরও নতুন প্রযোজনা তৈরির প্রস্তুতি নিয়েছিলাম। কিন্তু বর্তমান পরিস্থিতির কারণে করা গেল না।'

জি-সিরিজ

জি-সিরিজের ইউটিউব চ্যানেলটিতে থাকছে নানা আয়োজন। মাহমুদুর রহমান হিমির পরিচলায় '১৪ দিন' [আফরান নিশো, মাসুমা রহমান নাবিলা], মাবরুর রশিদ বান্নাহর পরিচালায় 'দায়িত্ব' [শাওন, টয়া], গৌতম কৌরির পরিচালনায় 'করোনাকাল' [ইয়াশ রোহান-নাদিয়া মিম], শাফায়েত মনসুর রানার ' প্রেশার কুকার' [ইরফান সাজ্জাদ-অপর্ণা], চয়নিকা চৌধুরীর পরিচালনায় 'রৌদ্র ছায়া' [মুশফিক ফারহান-সারিকা] স্বল্পদৈর্ঘ্য নাটকসহ প্রায় ৩০টি নাটক দেখা যাবে চ্যানেলটিতে। জি-সিরিজের স্বাধিকারী নাজমুল হক ভূঁইয়া খালেদ বলেন, 'বছরের সব সময়ই জি-সিরিজের ইউটিউব চ্যানেলে নানা অনুষ্ঠান প্রচার হচ্ছে। ঈদে দর্শকের প্রত্যাশার চাপ বেশি থাকে। তাই সব শ্রেণির দর্শকের কথা মাথায় রেখেই আয়োজন সাজিয়েছি।'

সিডি চয়েজ

ঈদে সিডি চয়েজ ১৭টি নতুন নাটক, ৫টি মিউজিক ভিডিও ও ১২টি গান নিয়ে আয়োজন সাজিয়েছে। সিডি চয়েজের কর্ণধার জহিরুল ইসলাম সোহেল বলেন, 'গেল ঈদেও সিডি চয়েজ ইউটিউব চ্যানেলে ব্যতিক্রমী আয়োজন ছিল। এবারের ঈদেও এর ব্যত্যয় ঘটেনি। আশা করছি দর্শকের প্রত্যাশা পূরণ করতে পারব।' এ ছাড়া ঈদে সাউন্ডটেক, লেজার ভিশন, ক্লাব ইলেভেনসহ অনেক ইউটিউব চ্যানেলে তারকাবহুল নতুন ও পুরোনো নাটক উঠবে।


আরও পড়ুন

×