ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

এবারের ঈদটা অন্যরকম স্মৃতি হয়ে থাকবে: পপি

এবারের ঈদটা অন্যরকম স্মৃতি হয়ে থাকবে: পপি

অনিন্দ্য মামুন

প্রকাশ: ০৩ আগস্ট ২০২০ | ০৪:৩০ | আপডেট: ০৩ আগস্ট ২০২০ | ০৫:৪৯

করোনাক্রান্ত চিত্রনায়িকা সাদিকা পারভিন পপির এবারের ঈদ একটু অন্য রকম ভাবেই কেটেছে। সবুজে ঘেরা খুলনার খালিশপুরে নিজেদের বিশাল বাড়িতে আইসোলেশনে থেকে কেটেছে তার ঈদের দিন। ঘরবন্দি পপি এবারের ঈদে তাই সালামি দেওয়া ও নেওয়া খুব মিস করেছেন। 

করোনা আক্রান্ত হওয়ার পর থেকেই পপি গ্রামের বাড়িতে অবস্থান করছেন। চিকিৎসকের পরামর্শে চলছেন। তবে এমন ঈদ জীবনের বড় স্মৃতি হয়ে থাকবেন বলে সমকাল অনলাইনকে জানালেন তিনি। 

পপি বলেন, 'পৃথিবী কত সুন্দরভাবেই চলছিল! অথচ ছোট্ট একটা ভাইরাস পুরো পৃথিবীকেই ওলট-পালট করে দিলো। ঈদের দিন বাইরে বের হইনি। খুবই খারাপ লেগেছে। তবে নিজের মতো করে সময়টা কাটাচ্ছি। এবারে ঈদ সারা জীবন অন্যরকম এক স্মৃতি হয়ে থাকবে।'

জুলাই মাসের শেষের দিকে টেস্ট করালে করোনা পজিটিভ আসে পপির। প্রথমে বিষয়টি কাউকে না জানালেও ধীরে ধীরে জানতে পারেন সবাই। সোমবার সমকাল অনলাইনকে পপি জানান, এখন কিছুটা সুস্থ হওয়ার দিকে তিনি। তিনি বলেন, 'করোনা পজিটিভ হলেও তেমন সমস্যার মুখোমুখি হতে হয়নি আমাকে। আপাতত জ্বর ও গলা ব্যথা কিছুটা থাকলেও শরীর অনেকটাই সুস্থ। ৬ আগস্ট আবারও পরীক্ষা করাব। আশা করছি, এবার ফল নেগেটিভ আসবে।'

ভক্ত ও শুভাকাঙ্খীদের কাছে দোয়া চেয়ে পপি বলেন, 'সবাই আমার ও পরিবারের সবার জন্য দোয়া করবেন। করোনার পাশাপাশি সারা দেশে বন্যা দেখা দিয়েছে, আমাদের সবার জন্য দোয়া করবেন। আমরা যেন করোনা ও বন্যা মোকাবিলা করে আবারও স্বাভাবিক জীবনে ফিরতে পারি।’

আরও পড়ুন

×