ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

আরও এক ইংরেজি ছবি নির্মাণে ফারুকী, প্রযোজক তিশা

আরও এক ইংরেজি ছবি নির্মাণে ফারুকী, প্রযোজক তিশা

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২০ | ০৫:৩৫ | আপডেট: ০১ সেপ্টেম্বর ২০২০ | ০৫:৩৭

‘নো ল্যান্ডস ম্যান’- নামে এর আগে প্রথম ইংরেজি ভাষায় ছবি নির্মাণ শুরু করেন ফারুকী। সেটি এখনো মুক্তি পায়নি। তার আগেই দ্বিতীয় ছবির কাজে নামছেন ফারুকী-তিশা।

ফারুকী নির্মিত এবারের ছবিটির নাম ‘অ্যা বার্নিং কোয়েশ্চেন’। সোমবার ‘এশিয়ান প্রজেক্ট মার্কেট’ নামের একটি সংস্থা তাদের ওয়েব সাইটে ২০টি নতুন ছবির নাম ঘোষণা করে। সেই তালিকায় ফারুকীর ছবিটিও রয়েছে।

ছবিটির পুরো আয়োজন, ভাষা, গল্প সবই আমেরিকান। যৌথভাবে এটি প্রযোজনা করবেন অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা এবং মার্কিন নাগরিক শ্রীহরি সাঠে। অর্থাৎ বাংলাদেশ-যুক্তরাষ্ট্র যৌথ প্রযোজনার ছবি হতে চলেছেন ‘অ্যা বার্নিং কোয়েশ্চেন’।

নতুন এ ছবিটি সম্পর্কে নির্মাতা ফারুকী বলেন, ‘ইংরেজি ভাষায় নির্মিতব্য এটি আমার দ্বিতীয় ছবি, যার সমস্ত আয়োজনই হবে আমেরিকায়। ভাষা এবং গল্পের সেটিংও আমেরিকান। ছবিটি মেইনস্ট্রিম আমেরিকান ডিল করবে।’



আরও পড়ুন

×