ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

ক্যান্সার নিয়েই শুটিংয়ে ফিরছেন সঞ্জয় দত্ত

ক্যান্সার নিয়েই শুটিংয়ে ফিরছেন সঞ্জয় দত্ত

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২০ | ০৪:৩১

ক্যান্সার নিয়েই শুটিংয়ে ফিরছেন বলিউডের ‘মুন্না ভাই’খ্যাত অভিনেতা সঞ্জয় দত্ত। তবে নতুন কোন সিনেমার শুটিংয়ে নয় তার অসমাপ্ত ছবিগুলোর শুটিং শেষ করবেন বলে জানিয়েছেন তিনি। 

ক্যান্সারে আক্রান্ত হওয়ার পর মুম্বাইতেই চলছে তার চিকিৎসা। এরইমধ্যে মুম্বাইয়ে তার প্রথম কেমোথেরাপি সম্পন্ন হয়েছে। এখন কিছুটা সুস্থবোধ করছেন তিনি। 

ভারতীয় গণমাধ্যম জানায়, আমেরিকায় দীর্ঘ মেয়াদে চিকিৎসা শুরু হবে সঞ্জয়ের। তার আগে আটকে থাকা কাজগুলো শেষ করবেন তিনি। 

আর সবার আগে যশরাজ ফিল্মসের ‘শমশেরা’ ছবির শুটিং শুরু করবেন সঞ্জয়। 

গত আগস্ট মাসে খবর আসে ফুসফুসের ক্যান্সারের সঙ্গে লড়ছেন সঞ্জয় দত্ত। প্রথমে কথা ছিলো আমেরিকায় চিকিৎসা নিবেন তিনি। পরে মুম্বাইতেই শুরু হয় তার চিকিৎসা। 

তবে ফিল্মফেয়ারকে সঞ্জয়ের এক পারিবারিক সদস্য জানান, সঞ্জয় ডিসেম্বর মাসে মার্কিন যুক্তরাষ্ট্রে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। সেখানে চিকিৎসার পাশাপাশি তার সন্তানদের নিয়ে শীতের ছুটিও কাটাবেন। 

ডিসেম্বরে নিউ ইয়র্কে অবস্থিত মেমোরিয়াল স্লান কেটারিং ক্যান্সার সেন্টারে চিকিত্সা নেবেন সঞ্জয় দত্ত। ওই সময় তার দুই সন্তান শাহরান ও ইকরা শীতের ছুটিতে থাকবে।

আরও পড়ুন

×