সামরিক কবরস্থানে শায়িত অভিনেতা ফিরোজ

বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২০ | ০৭:২৩ | আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০২০ | ০৭:২৫
রাজধানীর বনানীর সামরিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন বর্ষীয়ান অভিনেতা কে এস ফিরোজ। বুধবার দুপুর ২টা ১৫ মিনিটে তার দাফন সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন শিল্পী সংঘের সাধারণ সম্পাদক অভিনেতা আহসান হাবীব নাসিম।
এর আগে বাদ জোহর সামরিক কবরস্থানের মসজিদে বাদ জোহর তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় অভিনেতা আহসানুল হক মিনু, অভিনেতা আহসান হাবীব নাসিম, নাট্যপ্রযোজক সাজু মুনতাসির, নাট্যনির্দেশক নরেশ ভূঁইয়াসহ থিয়েটারকর্মীরা উপস্থিত ছিলেন।
বুধবার সকাল ৬টা ২০ মিনিটে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ৭৬ বছর বয়সী এই অভিনেতা। কে এস ফিরোজ করোনায় আক্রান্ত হয়েছিলেন বলে জানান তার মেয়ে। নিউমোনিয়ায় তার ফুসফুসে ইনফেকশন হয়েছিল।
১৯৬৭ সালে বাংলাদেশে সেনাবাহিনীতে যোগ দেন কে এস ফিরোজ। মেজর হিসেবে পদোন্নতি পেয়ে ১৯৭৭ সালে সেনাবাহিনী থেকে অবসর নেন। তার পুরো নাম খন্দকার শহীদ উদ্দিন ফিরোজ। তিনি ১৯৪৬ সালের ৭ জুলাই জন্মগ্রহণ করেন। তাদের আদি নিবাস বরিশালের উজিরপুরের মশাং গ্রামে।
তার প্রথম সিনেমা ‘লাওয়ারিশ’। আরও অভিনয় করেছেন 'শঙ্খনাদ', 'বাঁশি', 'চন্দ্রগ্রহণ' ও 'বৃহন্নলা' সিনেমায়। এছাড়া অনেক নাটকেও অভিনয় করেছেন তিনি।
সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর কে এস ফিরোজের অভিনয়ের শুরুটা হয়েছিল মঞ্চনাটক দিয়ে। নাট্যদল ‘থিয়েটার’-এর সঙ্গে সম্পৃক্ত হয়ে অভিনয় শুরু করেন তিনি। কাজ করেছেন ‘সাত ঘাটের কানাকড়ি’, ‘কিং লিয়ার’ ও ‘রাক্ষসী’ মঞ্চনাটকে।
- বিষয় :
- কে এস ফিরোজ
- মৃত্যু