সমকাল লাইভে কণ্ঠশিল্পী আরফিন রুমি

কণ্ঠশিল্পী আরফিন রুমি
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ০৫ অক্টোবর ২০১৯ | ০৩:০৪ | আপডেট: ০৫ অক্টোবর ২০১৯ | ০৩:০৭
দৈনিক সমকালের সাপ্তাহিক আয়োজন ‘সমকাল সন্ধ্যা’য় আজকে অতিথি হয়ে আসছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আরফিন রুমি। অনু্ষ্ঠানটি সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে সমকালের ফেসবুক পেজ ও ওয়েব সাইটে সরাসরি দেখ যাবে। সেই সঙ্গে দর্শকরা প্রশ্ন করার সুযোগ পাবেন প্রিয় এই তারকাকে।
দীর্ঘ বিরতির পর রুমির গানে ফেরা, একের পর এক নতুন প্রকাশ এ ক্যারিয়ারের বাঁক বদল ও ব্যক্তি রুমির নানা প্রসঙ্গ নিয়ে আজ আড্ডা হবে রুমির সঙ্গে। আড্ডার পুরোটা সময় জুড়ে রুমির সঙ্গে থাকবেন জুম্মাতুল বিদা।
গায়ক, সুরকার এবং সংঙ্গীত পরিচালক আরফিন রুমি বাংলাদেশের সঙ্গীতাঙ্গনে বেশ জনপ্রিয় শিল্পীদের মধ্যে অন্যতম। ২০১১ থেকে ২০১৩ পর্যন্ত বাংলা গানে একতরফা রাজত্ব ছিল তার। এই সময়ের মধ্যে ৩০ টিরও বেশি অ্যালবাম মুক্তি পেয়েছে রুমির। যার মধ্যে রয়েছে একক এবং মিশ্র কাজ।
ক্যারিয়ারের মাঝামাঝি সময়ে নানা কারণে গান থেকে বিরতি নেন তিনি। গানের দুনিয়া ছেড়ে চলে যান অন্য এক জগতে। স্রষ্ঠা ইবাদত আর ধ্যানে মশগুল হোন। খুঁজে ফিরেন সৃষ্টির অপার সৌন্দর্য। ১৮ মাসের সেই জার্নি শেষে আবার গানে ফিরেছেন তিনি। এখন নিয়মিতই গান প্রকাশ করছেন এ গায়ক।
- বিষয় :
- আরফিন রুমি
- সমকাল লাইভ
- সমকাল সন্ধ্যা