রোজিনার সিনেমায় গাইছেন এস আই টুটুল

বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২০ | ০২:০৭ | আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২০ | ০২:১৯
ঢাকাই ছবির এক সময়ের জনপ্রিয় নায়িকা রোজিনা এবার নির্মাণ করছেন সিনেমা। ছবিটিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় ও পরিচালনা করবেন তিনি।এর মাধ্যমে প্রথমবার ছবি পরিচালনা করছেন এ নায়িকা।
সিনেমাটির নাম ‘ফিরে দেখা’। চলতি অর্থবছরের সরকারি অনুদানে নির্মিত হচ্ছে ছবিটি। ফিরে দেখার নির্মাণকাজ শুরুর অংশ হিসেবে একটি গান তৈরির প্রস্তুতি নিয়েছেন রোজিনা। জানালেন, কবির বকুলের লেখা সেই গানটিতে কণ্ঠ দেবেন এসআই টুটুল।
রোজিনা বলেন, ফিরে দেখার কাজ দ্রুত শুরু করতে পারছিনা। করোনা ভাইরাস বাধা হয়ে দাঁড়িয়েছে। এবার ধীরে ধীরে শুরু করছি। প্রথম গানটি এসআই টুটুল গাইছেন। যদিও নাচ-গান তেমন একটা থাকবে না এ ছবিতে। কারণ স্বাধীনতা যুদ্ধের আগে থেকে দেশ স্বাধীন হওয়া পর্যন্ত একটি পরিবারের গল্প এখানে তুলে ধরা হবে।
ছবিটিতে কেন্দ্রিয় চরিত্রে রোজিনা অভিনয় করলেও নবীন এক অভিনয় জুটিকে নেয়ার পরিকল্পনা আছে বলেও জানালেন। মাস খানেক পর থেকে অভিনয়শিল্পী নির্বাচন প্রক্রিয়া শুরু করবেন এ নায়িকা।
- বিষয় :
- এস আই টুটুল
- রোজিনা
- ফিরে দেখা