ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

করোনায় আক্রান্ত অভিনেতা সোহম হাসপাতালে ভর্তি

করোনায় আক্রান্ত অভিনেতা সোহম হাসপাতালে ভর্তি

বিনোদন ডেস্ক

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২০ | ০২:৩৫

পশ্চিমবঙ্গের অভিনেতা সোহম চক্রবর্তী। ​কোভিড ১৯ তে আক্রান্ত হয়েছেন। গত সোমবার তার করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। এরপর মঙ্গলবার রাতে শ্বাসকষ্ট নিয়ে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন তিনি।

তবে সোহমের স্ত্রী তানিয়া চক্রবর্তী ও তাদের দুই সন্তানের কেউই করোনায় আক্রান্ত হননি বলেই জানা গেছে।

এর আগে টলিউড তারকাদের মধ্যে এ ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন কোয়েল মল্লিক, রঞ্জিত মল্লিক, নিসপাল সিং রানের পর রাজ চক্রবর্তী। এবার আক্রান্ত হলেন সোহম। 

বড় পর্দার পাশাপাশি ছোট পর্দার বেশ কয়েকজন অভিনেতা এবং অভিনেত্রীর করোনায় আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়। নির্দিষ্ট নিয়ম মেনে শ্যুট শুরু করলেও, মাঝে মধ্যেই কোভিড হানা দিচ্ছে রূপালি পর্দার মানুষদের পরিবারেও।

আরও পড়ুন

×