মোশাররফ-জুঁইকে দেখেই ৪ বছরের খাবার ফ্রি !

বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ০৯ অক্টোবর ২০২০ | ০৪:৪৬ | আপডেট: ০৯ অক্টোবর ২০২০ | ০৪:৫৬
ঢাকাই শোবিজের জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। ২০০৪ সালে রোবেনা রেজা জুঁইয়ের সঙ্গে পরিণয়ে আবদ্ধ হন তিনি। গত ৭ অক্টোবর ছিল মোশাররফ করিম-জুঁইয়ের বিবাহবার্ষিকীর দিন। এদিন সন্ধ্যায় বিবাহবার্ষিকী উপলক্ষে এই নাট্য দম্পতির সম্মানার্থে একটি রেস্তোরাঁর পক্ষ থেকে ছোট পার্টির আয়োজন করে। সেখানেই কেক কেটে মোশাররফ করিম-জুঁই ১৬ বছর পূর্ণের কেক কাটেন।
রাজধানী বা তার আশের পাশের কোন রেস্তোরাঁ নয় সেটি। এটি অবস্থিত বাঘাইছড়ির সাজেকে। কারণ এবারের বিয়েবার্ষিকীর সময়টা একান্তে কাটানোর জন্য পাহাড় সমৃদ্ধ এলাকা সাজেককে বেছে নিয়েছিলেন মোশাররফ করিম ও জুঁই দম্পতি। সেখানকার স্থানীয় চিম্বল নামের একটি রেস্তোরাঁতে এই নাট্য দম্পতির সম্মানার্থে পার্টির আয়োজন করা হয়।
জনপ্রিয় এই নাট্য দম্পতিকে পেয়ে বেজায় খুশি হোন ওই রেস্টুরেন্টের স্বত্বাধিকারী রনি। তিনি ঘোষণা করলেন, 'মোশাররফ করিম ভাই ও জুঁই ভাবির জন্য আমাদের রেস্টুরেন্ট আজীবন ফ্রি।' এমন ঘোষণা দেয়ার পরই আবার সংশোধিত ঘোষণা দেন রনি। বলেন , আজীবন নয়, আমাদের এই রেস্টুরেন্ট পাঁচ বছরের লিজ নেওয়া। তার মধ্যে এক বছর বাকি আছে। এই এক বছর ভাই-ভাবির জন্য আমাদের রেস্তোরাঁ একদম ফ্রি।'
এ সময় সবাই হাততালি দিয়ে ওঠেন। এই অনুষ্ঠানে অভিনয়শিল্পী ও পরিচালক স্ত্রীসহ শামীম জামানও উপস্থিত ছিলেন।
- বিষয় :
- মোশাররফ করিম
- জুঁই
- অভিনেতা
- বিনোদন