করোনা আক্রান্ত নকীব খানের শারীরিক অবস্থা ভালো

বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২০ | ০৬:২৩ | আপডেট: ১৪ নভেম্বর ২০২০ | ০৬:৩০
করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন দেশের প্রখ্যাত সুরকার, গীতিকার এবং পপ ব্যান্ড রেনেসাঁর অন্যতম প্রতিষ্ঠাতা নকীব খান। তার করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর নিশ্চিত করেছেন জনপ্রিয় গীতিকার শহীদ মাহমুদ জঙ্গি।
শুক্রবার করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর আসে বলে জানান জঙ্গি। গণমাধ্যমকে খবরটি জানিয়ে সবার কাছে নকীব খানের জন্য দোয়া চেয়েছেন এই গীতিকার।
শহীদ মাহমুদ জঙ্গি বলেন, ‘বেশ কিছুদিন শরীর ভালো যাচ্ছিলো না নকীব খানের। শারীরিক দূর্বলতা অনুভব হতে থাকে। কিন্তু তার করোনার তেমন কোন লক্ষণ দেখা যায়নি। তবুও করোনা পরীক্ষা করাতে দেন তিনি। পরীক্ষায় শুক্রবার ফল পজেটিভ আসে।’
নকীব খানের বর্তমান অবস্থা জানতে চাইলে শহীদ মাহমুদ জঙ্গি বলেন, তিনি ভালোই আছেন। তেমন কোন সমস্যা নেই তার। নিজ বাসাতে চিকিৎসকের পরামর্শে আইসোলেশনে আছেন।
এদিকে নকীব খানের করোনা পজেটিভ হওয়ার খবরের কণ্ঠশিল্পী কুমার বিশ্বজিৎ সবার কাছে দোয়া চেযেছেন। তিনি বলেন, আমাদের প্রিয় নকীব ভাই করোনায় আক্রান্ত। সবাই তার জন্য দোয়া করবেন।’
নকীব খান করেনার নমুনা পরীক্ষা করতে দেন এবং ১২ নভেম্বর। শুক্রবারে জানা যায় তিনি ভাইরাসটি দ্বারা আক্রান্ত।
বাংলাদেশের আইকনিক সঙ্গীতশিল্পী হিসেবে পরিচিত নকীব খান। ১৯৮৫ সালে রেনেসাঁ ব্যান্ড প্রতিষ্ঠা করেন তিনি। তার আগে তিনি সোলসের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন।
তার উল্লেখযোগ্য গানের মধ্যে রয়েছে- ‘মন শুধু মন ছুঁয়েছে’ (সোলস), আইয়ুব বাচ্চুর কণ্ঠে ‘এখন অনেক রাত’, কুমার বিশ্বজিতের কণ্ঠে ‘তোরে পুতুলের মতো করে সাজিয়ে’সহ আরও অনেক।
- বিষয় :
- নকীব খান
- করোনায় আক্রান্ত