কোথায় গেলেন সাবিলা?

সাবিলা নূর
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ১৭ নভেম্বর ২০১৯ | ০৬:৪৯ | আপডেট: ১৭ নভেম্বর ২০১৯ | ০৭:৩৯
বিয়ের পর নতুন কোন নাটকে অভিনয়ে দেখা যায়নি সাবিলা নুরকে। বলা যায় অভিনয় থেকে ছুটি নিয়েছেন তিনি। বর নেহাল সুন্দর তাহেরকে নিয়ে হানিমুনে সময় কাটাচ্ছেন। বিয়ের আগে বলেছিলেন হানিমুন গ্রিসে করার পরিকল্পনা তার। কিন্তু গ্রিসে নয়, জানা গেলো টিভি পর্দার এ অভিনেত্রী মধুচন্দ্রিমা করছেন ইন্দোনেশিয়ার বালিতে।
বালির ‘নোভোটেল বালি নুসা ডুয়া’ নামের রিসোর্টে নিজেদের মতো করেই সময় কাটাচ্ছেন তারা। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই রিসোর্টের একটি ভিডিও আপলোড করেছেন সাবিলা; যেখানে নিজের রুম ঘুরিয়ে দেখান তিনি। ভিডিওটি নেটিজেনদের নজর কেড়েছে।
ভিডিওর পাশাপাশি নিজের কয়েকটি ছবিও আপলোড দিয়েছেন সাবিলা। তার এই ছবিও নজর এড়ায়নি ভক্তদের। প্রসংশায় ভাসছেন তিনি।
সাবিলা নূরের বর নেহাল সুনন্দ একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের ব্রডকাস্ট প্রকৌশলী। তিন বছর আগে অভিনেতা তৌসিফ মাহবুবের মাধ্যমে পরিচয় হয় সাবিলা ও নেহালের। শুরুতে বন্ধুত্ব থাকলেও একপর্যায়ে তা প্রণয়ের দিকে গড়ায়।
- বিষয় :
- সাবিলা নূর
- হানিমুন
- বিনোদন