ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

'ভার্চুয়াল কনসার্টে কোনো আগ্রহ নেই'

'ভার্চুয়াল কনসার্টে কোনো আগ্রহ নেই'

হামিন আহমেদ

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২০ | ২৩:০০

হামিন আহমেদ। তারকা কণ্ঠশিল্পী ও দেশের শীর্ষস্থানীয় ব্যান্ড মাইলসের সদস্য। বর্তমান ব্যস্ততা ও সাম্প্রতিক সময়ের বিভিন্ন প্রসঙ্গ নিয়ে কথা হয় তার সঙ্গে।

অনেক শিল্পী ও ব্যান্ড কনসার্ট শুরু করলেও মাইলসকে কোনো আয়োজনে দেখা যাচ্ছেন না, এর কারণ কী?

করোনা পরিস্থিতি এখনও স্বাভাবিক হয়নি, তাই কনসার্ট করার জন্য আমরা আরেকটু সময় নিচ্ছি। যদিও লকডাউনের সময় অনেকে ভার্চুয়াল কনসার্ট করছেন, কিন্তু এতে আমাদের কোনো আগ্রহ নেই। মঞ্চে দাঁড়িয়েই আমরা পারফর্ম করতে চাই। আগামী ডিসেম্বরে দুটি কনসার্ট করার পরিকল্পনা আছে। এখন দেখি, কতদূর কী হয়।

কনসার্টে ফেরার পর কি নতুন গানের আয়োজনও শুরু করবেন?

গানের চেয়ে আমরা ভিডিওর দিকে বেশি মনোযোগ দিচ্ছি। মাইলসের জনপ্রিয় বেশিরভাগ গানেরই ভিডিও নেই। এজন্যই কিছু জনপ্রিয় গানের ভিডিও তৈরির পর মাইলসের নতুন গান নিয়ে ভাবব।

গীতিকার জামিউর রহমান রনিম অভিযোগ করেছেন, তার অগোচরে আপনারা তার লেখা গান মাইলসের নামে কপিরাইট করে নিয়েছেন। এটা কতটা সত্যি?

আমরা নিশ্চিত, কারও উস্কানিতে রনিম কপিরাইট নিয়ে যাচ্ছে- তাই বলে বেড়াচ্ছেন। ডকুমেন্ট হাতে নিয়েই এ বিষয়ে কথা বলব, তার আগে এই ন্যক্কারজনক কাজ নিয়ে কিছু বলতে চাই না।

করোনায় সংগীতাঙ্গনে যে ক্ষতি হয়েছে, তা কাটিয়ে উঠতে কতদিন সময় লাগবে বলে মনে করেন?

এটা অনুমান করা কঠিন। কারণ করোনা শিল্পী ও মিউজিশিয়ানদের কী পরিমাণ ক্ষতি করেছে, তা গানের ভুবনের মানুষরাই ভালো জানি। যে মাইলস ৪০ বছর সমান জনপ্রিয়তা ধরে কাজ করে যাচ্ছিল, বছর শুরু করেছিল বড় সব আয়োজন দিয়ে, সেই ব্যান্ডের কার্যক্রমও থামিয়ে রাখতে বাধ্য হয়েছি। আর যাদের গানের মাধ্যমেই বেঁচে থাকা, তাদের অবস্থাটা কী একটু ভেবে দেখুন? না পারছে কারও কাছে হাত পাততে, না পারছে স্বাভাবিকভাবে জীবন-জীবিকা চালিয়ে নিতে। সব আয়োজনে চাই গান, অথচ এই গানের মানুষগুলো নিয়ে কেউ ভাবে না। সরকারি-বেসরকারি কোনো প্রতিষ্ঠানই শিল্পী ও মিউজিশিয়ানদের এই দুঃসময়ে পাশে দাঁড়ায়নি, এটাই দুঃখজনক।

বামবার কার্যক্রম আবার কবে শুরু হবে?

করোনার জন্য নির্বাচন হয়নি। কিছুদিনের মধ্য নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছি। এরপর নতুন কমিটি নিয়ে আমাদের ধারাবাহিক যেসব কার্যক্রম তা শুরু করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

আরও পড়ুন

×