ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

মমর মুখোমুখি মম!

মমর মুখোমুখি মম!

নাটকের একটি দৃশ্য

আনন্দ প্রতিদিন প্রতিবেদক

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২০ | ১২:০০ | আপডেট: ২৩ নভেম্বর ২০২০ | ২০:২৯

একসঙ্গে দু'জন জাকিয়া বারী মম; অভিনয় করছেন মুখোমুখি! ভুল দেখছেন না, এটাই সত্যি। যদিও দু'জনের নাম ও তাদের চারিত্রিক বৈশিষ্ট্য একেবারেই আলাদা। একজনের নাম ঐশী, অন্যজনের পিয়ানা।

শফিকুর রহমান শান্তনুর রচনা ও দীপু হাজরার 'সেদিন কী ঘটেছিল?' নামে রহস্যময় এক নাটকে তাকে দ্বৈত চরিত্রে দেখা যাবে। গত ১৭ ও ১৮ নভেম্বর উত্তরার একটি শুটিংবাড়িতে নাটকটির দৃশ্যধারণ সম্পন্ন হয়। এতে আরও অভিনয় করেছেন সমাপ্তি মাসুক, ফখরুল বাশার মাসুম, মিলি বাশার, মীর শহীদ, মনি চৌধুরী, শাকিলা আক্তার, প্রিয়াঙ্কা মনি প্রমুখ।

এ কাজ প্রসঙ্গে জাকিয়া বারী মম বলেন, 'সাইকোলজিক্যাল নাটক এটি। এ ধরনের গল্পে অভিনয়ের যথেষ্ট সুযোগ পাওয়া যায়। গল্পটাও ভালো। ফলে আমার মনে হয় কাজটি ভালো হবে।'

পরিচালক দীপু হাজরা বলেন, নাটকটি এখন সম্পাদনার টেবিলে রয়েছে। শিগগিরই এটি প্রচার হবে দেশের একটি বেসরকারি টিভি চ্যানেলে। সঙ্গে উন্মুক্ত হবে ইউটিউবেও। এই নির্মাতা আরও বলেন, 'মম এখানে পাশাপাশি দুটি চরিত্রে অভিনয় করলেন। একটি বাস্তবের চরিত্র, অন্যটি অশরীরী। বাস্তবের চরিত্রটি ব্রোকেন ফ্যামিলিতে বড় হওয়া। কাজটি আসলে মনস্তাত্ত্বিক জটিলতা নিয়ে তৈরি। যেখানে ভালোবাসার মোড়কে নতুন এক রহস্যময় গল্প বলার চেষ্টা করেছি।'

আরও পড়ুন

×