ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

রোগে একি হাল হয়েছে ‘বাহুবলী’ বল্লালদেবের!

রোগে একি হাল হয়েছে ‘বাহুবলী’ বল্লালদেবের!

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২০ | ০২:৪৭ | আপডেট: ২৪ নভেম্বর ২০২০ | ০৪:৫৮

জটিল রোগে আক্রান্ত হয়েছেন ‘বাহুবলী’ খ্যাত রানা দগ্গুবতী। অসুস্থ হওয়ার ফলে পেটানো চেহারা, পেশিশক্তি ও কঠিন মুখের যে বল্লালদেবকে বাহুবলীতে দেখেছিলেন দর্শক তা আর নেই। এখন তার চেহারা হয়ে গেছে একদম বিপরীত।

যেন শুকিয়ে কাঠ হয়ে গিয়েছেন তিনি। কিছুদিন আগে  হাড় জিরজিরে চেহারার একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছিলেন দগ্গুবতী। সেই ছবি দেখে চমকে উঠেছেন তার ভক্তরা। অনেকেই মনে করেছিলেন অভিনয়ের কারণেই হয়তো চেহারার এই অবস্থা করেছেন তিনি। কিন্তূ না, জটিল রোগে আক্রান্ত হওয়ার কারণেই চেহারার ওই হাল তার।  

সম্প্রতি অভিনেত্রী ও রানা দগ্গুবতীর বান্ধবী সামান্থা আক্কিনেনির জনপ্রিয় চ্যাট শো ‘শ্যাম জ্যাম’-এ এসে নিজের অসুস্থতার কথা স্বীকার করে নেন রানা। কথা বলতে বলতে তার চোখে পানি চলে আসে। শোয়ের সঞ্চালিকা সামান্থাও কেঁদে ফেলেন এ সময়। রানা জানান, তিনি জটিল এক রোগে আক্রান্ত।

রানা বলেন, জীবন যখন সামনের দিকে এগতে চায়, তখন হঠাৎই থামার বোতামটা সেখানে চলে আসে। ব্লাড প্রেশার, হার্টের পাশে ক্যালসিফিকেশন, কিডনি ফেলিওর  এখানে ৭০ শতাংশ সম্ভাবনা আছে স্ট্রোক বা হ্যামারেজ হওয়ার। আর ৩০ শতাংশ মৃত্যুর।

রানার এই কথা শুনে চোখের পানি ধরে রাখতে পারেননি সামান্থাও। 

আরও পড়ুন

×