কাজল আরিফ গাইলেন লালন সাঁইয়ের গান

বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২০ | ০৫:১৬
লালনের গান যা বাউল গান নামেই পরিচিত৷ এই বাউল গান লোক সংগীতের একটি শক্তিশালী মরমী ধারা৷ আর বাউল গানের কদর এখন বাংলাদেশ ছাড়িয়ে বিশ্বের নানা দেশে৷ যতই দিন যাচ্ছে ততই লালনের গানের চর্চা বাড়ছে। এই মহা সাধকের অসংখ্য গান এখনও ঘুরছে কোটি সংগীত প্রেমীদের মুখে মুখে। নতুন আয়োজনেও নিয়মিত প্রকাশ হচ্ছে লালন সাঁইয়ের গান।
সম্প্রতি নতুন লালন সাঁইকে শ্রদ্ধা জানিয়ে তার গান কণ্ঠ তুলেছেন এই সময়ের কণ্ঠশিল্পী কাজল আরিফ।
নতুন সংগীতায়োজনে মঙ্গলবার অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান জি সিরিজের ব্যানারে প্রকাশ হয়েছে কাজল আরিফের গাওয়া লালন সঙ্গীত ‘রবেনা এ ধন’ শিরোনামের গানটি।
নতুন আয়োজনের লালন সঙ্গীত গাওয়া প্রসঙ্গে কাজল আরিফ বলেন, ‘বেশ যত্ন নিয়ে গওেয়ার চেষ্টা করেছি। ছোটবেলা থেকে এই গানটি আমার ভীষণ প্রিয়। নতুন আয়োজনে গানটি নিয়ে শ্রোতাদের কাছে হাজির হতে পেরে অনেক ভালো লাগেছে। আশাকরি সবার ভালো লাগবে।’
প্রসঙ্গত, ২০১৩ সালে প্রকাশ পায় কাজল আরিফের প্রথম একক অ্যালবাম ‘নতুন একটা প্রেমে পড়ো’। এর ‘মেঘে মেঘে’, জানতে ইচ্ছে করে’ ও ‘রাজা’ শিরোনামের গানসহ বেশ কয়েকটি গান শ্রোতা মহলে বেশ জনপ্রিয়তা পায়।
এরপর তার গাওয়া ‘স্বপ্ন ছেঁড়া’ ও ‘কসম দিলাম’, ‘বর্ষাবরণ’ গানের মিউজিক ভিডিও গানপ্রেমীদের মাঝে বেশ সাড়া জাগায়। পাশাপাশি ‘অজানা পথে’ এবং ‘কেউ নই কারো আপন’ গানগুলো কাজল আরিফকে বেশ পরিচিতি এনে দেয়।
- বিষয় :
- লালন সাঁই
- কাজল আরিফ
- নতুন গান
- লালন সঙ্গীত