তাহসানকন্যাকে নিয়ে শৈশবে ফিরে গেলেন সৃজিত

বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২০ | ০২:১০ | আপডেট: ০৩ ডিসেম্বর ২০২০ | ০২:১১
তাহসান ও মিথিলাকন্যা ছোট্ট আইরাকে নিয়ে ছোট্ট আইরাকে নিয়ে চিড়িয়াখানায় বেড়াতে গিয়েছেন সৃজিত মিথিলা দম্পতি। সেখানে গিয়ে আইরার সঙ্গে পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ও শৈশবের স্মৃতিতে ফিরে গিয়েছেন।
সম্প্রতি সৃজিত-মিথিলা আইরাকে নিয়ে আলিপুর চিড়িয়াখানা ঘুরে এলেন । সেখানে ঘুরাঘুরির কিছু ছবি সৃজিত-মিথিলার শেয়ার করেছেন নিজেদের সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাকাউন্টে।
ইনস্টাগ্রামে পোস্ট করে মিথিলা লিখেছেন, 'হ্যাঁ, আমরা চিড়িয়াখানায় গিয়েছিলাম, হাতি দেখেছি।'
ছবি শেয়ার করে অনুভূতির কথা লিখেছেন সৃজিতও। তিনি লেখেন, ছোটবেলায় বাবার সঙ্গে তিনি যখন চিড়িয়াখানায় যেতেন, তখন তাঁর বাবাও এবিষয়টা নিয়ে সমান উৎসাহী থাকতেন। ছোটবেলায় চিড়িয়াখানায় বেড়াতে নিয়ে গিয়ে তাঁর বাবা পশু-পাখিদের সম্পর্কে নানান গল্প শোনাতেন বলে লিখেছেন সৃজিত। পরিচালকের কথায়, কোনও কিছুই বদলায় না, সবকিছু ফিরে আসে অন্য কোনও উপায়ে।