ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

পুরস্কার আলী যাকেরকে উৎসর্গ করলেন তারিক আনাম

পুরস্কার আলী যাকেরকে উৎসর্গ করলেন তারিক আনাম

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২০ | ০৫:৪৫

সদ্যপ্রায়াত সদ্যপ্রয়াত অভিনেতা আলী যাকেরকে জাতীয় চলচ্চিত্র পুরস্কার উৎসর্গ করেছেন তারিক আনাম খান। বৃহস্পতিবার ২০১৯ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্তদের নাম ঘোষণা করেছে তথ্য মন্ত্রণালয়। এতে প্রধান অভিনেতা হিসেব পুরস্কার পেয়েছেন তারিক আনাম খান। 

 'আবার বসন্ত' ছবিতে অভিনয়ের জন্য পুরস্কার পেয়েছেন তারিক আনাম খান। নাম  ঘোষণার পর তারিক আনামের সঙ্গে যোগাযোগ করা হলে তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় তারিক আনাম খান জানান, এটা অবশ্যই আনন্দের খবর। এ আন্দের দিনে  সদ্য চলে যাওয়া শ্রদ্ধেয় আলী যাকেরকে উৎসর্গ করছি। তাকে দেখেই আমি নাটক-অভিনয় শিখেছি। 

তারিক আনাম খান অভিনীত আবার বসন্ত ছবিটি পরিচালনা করেছেন অনন্য মামুন। বিপরীতে অভিনয় করেছেন স্পর্শিয়া। পুরস্কার পাওয়ার খবর জানার পর তাদের প্রতিও কৃতজ্ঞতা জানান এ অভিনেতা।  

তারিক আনাম  বলেন, ‘এমন পুরস্কার পাওয়া আমারএকার পক্ষে সম্ভব নয়। পরিচালক অনন্য মামুন, সহকর্মী অর্চিতা স্পর্শিয়াসহ আবার বসন্ত পুরো টিবের অবদানের জন্যই এ পুরস্কার।   



আরও পড়ুন

×