অভিনয় ছেড়ে রাজনীতিতে সক্রিয় হচ্ছেন রজনীকান্ত?

ফাইল ছবি
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২০ | ০৫:৫৯
তিনি তামিল সিনেমার সবচেয়ে বড় সুপারস্টার। বলা হচ্ছে রজনীকান্তের কথা, যিনি কিনা শত শত সিনেমায় অভিনয় করেছেন। চলতি বছরের মার্চে তিনি ঘোষণা দেন, নতুন রাজনৈতিক দল গঠন করবেন।
যাবতীয় সেসব জল্পনাকে সত্যি করেই বৃহস্পতিবার রজনীকান্ত জানিয়ে দিলন, আগামী বছর অর্থাৎ ২০২১ সালের জানুয়ারি মাসেই নিজের দল ঘোষণা করে রাজনৈতিক ময়দানে পাকাপাকিভাবে অভিষেক ঘটাতে চলেছেন তিনি।
বৃহস্পতিবার এক টুইট বার্তায় এ প্রসঙ্গে বলেন, “স্বচ্ছ, দুর্নীতিমুক্ত, সৎ এবং ধর্মনিরপেক্ষ দলেরই পরবর্তী নির্বাচনে জয় হবে। আশা করছি মিরাকেল হবেই। আমরা পরিবর্তন আনবই। এক্ষুণি নয়তো বা আর কখনও নয়।” তবে একুশের নির্বাচনে তিনি নিজে লড়ছেন কিনা, তা এখনও জানাননি।
গত ৩০ নভেম্বরই রজনী মাক্কাল মান্দ্রাম সংগঠনের সঙ্গে প্রায় চার ঘণ্টা ধরে বৈঠক করেছিলেন রজনীকান্ত। আর আজ নিজের সিদ্ধান্ত জানালেন।
মুখ্যমন্ত্রী পদে রজনীকান্তকে দেখার দাবি তুলে অনেক দিন আগে থেকেই তামিলনাড়ুর বিভিন্ন শহরে পোস্টার পড়তে শুরু করেছে। অবশ্য এ নিয়ে কখনো বিন্দুমাত্র ভাবেন নি তিনি।
এ বিষয়ে এক সংবাদ সন্মেলনে রজনীকান্ত বলেন ‘আমি কখনো মুখ্যমন্ত্রী পদের কথা ভাবিনি। বিধানসভায় বসব, এটা ভাবিনি। আমি শুধু রাজনীতিতে একটা পরিবর্তন চেয়েছি। এখনই যদি রাজনীতি ও সরকারে পরিবর্তন না আসে, তাহলে আর তা কখনো হবে না। আমি দলের প্রধান হয়েই থাকতে চাই।’
রজনীকান্তের আসল নাম শিবাজি রাও গায়কোয়াড। বিশ্ববাসী চেনে রজনীকান্ত হিসেবে। এক মারাঠি পরিবারে জন্ম, ১৯৫০ সালের ১২ ডিসেম্বরে। মা রমাবাই ছিলেন গৃহবধূ ও বাবা রামোজি রাও গায়কোয়াড ছিলেন পুলিশের কনস্টেবল। পর্দায় অভিষেক ১৯৭৫ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত তামিল সিনেমা ‘অপূর্ব রাগাঙ্গাল’-এ অভিনয়ের মাধ্যমে। ভারতের বিভিন্ন অঞ্চলের সিনেমায় অভিনয়ের পাশাপাশি তিনি যুক্তরাষ্ট্রের চলচ্চিত্রসহ অন্যান্য দেশের সিনেমাতেও অভিনয় করেছেন। ভারত সরকার রজনীকান্তকে ‘পদ্মভূষণ’ ও ‘পদ্মবিভূষণ’ দিয়ে সম্মানিত করেছে।
- বিষয় :
- বিনোদন
- রজনীকান্ত
- তামিল সুপারস্টার