কৃষকদের পক্ষে প্রিয়াঙ্কা, বিপক্ষে কঙ্গনা

বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২০ | ০৩:১৪ | আপডেট: ০৭ ডিসেম্বর ২০২০ | ০৪:২৮
ভারতে কৃষক আন্দোলন নিয়ে দ্বিধাবিভক্ত বলিউড তারকারা। আন্দোলনে সমর্থন জানিয়ে কৃষকদের পাশে দাঁড়িয়েছেন বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়া। আর বিপক্ষে অবস্থান অবস্থান নিয়েছেন কঙ্গনা রানাওয়াত।
প্রিয়াঙ্কা টুইট করে কৃষকদের 'খাদ্যযোদ্ধা' হিসেবে আখ্যায়িত করেন। কৃষকদের পাশে দাঁড়িয়ে প্রিয়াঙ্কা চোপড়া টুইটে লিখেন, 'কৃষকরাই আমাদের অন্নদাতা। তাই গণতান্ত্রিক দেশে তাদের দাবি যাতে মানা হয়, সেটি নিশ্চিত করা উচিত। আশা করি, দ্রুত এই সমস্যা মিটে যাবে।'
প্রিয়াঙ্কার মতোই কৃষক আন্দোলনের পক্ষে অবস্থান নিয়েছেন অভিনেত্রী সোনম কাপুর। কৃষক আন্দোলনের একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে দিয়েছেন দীর্ঘ ক্যাপশন। লিখেছেন, মানব সভ্যতার শুরুতে কৃষকদের অবদানের কথা।
অন্যদিকে কৃষকদের এই আন্দোলনের পক্ষে নেই 'কুইন' কঙ্গনা রানাওয়াত। কয়েকদিন ধরে দেশের কৃষি আইনকে সমর্থন জানিয়ে পাঞ্জাব-দিল্লি সীমান্তে কৃষক আন্দোলন নিয়ে নানা প্রশ্ন তুলেছেন তিনি। এমনকী, কেন কৃষি আইন নিয়ে এত সমস্যা- সে প্রশ্নও তুলেছেন। এ নিয়ে অবশ্য বলিউড গায়ক মিকা সিং ও অভিনেতা দিলজিৎ দোসাঞ্জের কটাক্ষের শিকার হয়েছেন কঙ্গনা।
বলিউড তারকা সানি দেওল পাঞ্জাবে বিজিপির সাংসদ। কৃষক আন্দোলন নিয়ে দলের পক্ষেই আছেন তিনি। টুইটারে দীর্ঘ পোস্টে সানি লিখেন, 'দুনিয়ার সকলের কাছে অনুরোধ জানাচ্ছি, এটা কেন্দ্র ও কৃষকদের বিষয়। এর মধ্যে কারও হস্তক্ষেপের প্রয়োজন নেই। দুই পক্ষ আলোচনার মাধ্যমে নিশ্চিতভাবেই একটা সিদ্ধান্তে পৌঁছবে। কিন্তু কিছু মানুষ এই আন্দোলনকে কাজে লাগিয়ে নিজেদের আখের গোছানোর চেষ্টা করছে। তারা কৃষকদের বিষয়ে না ভেবে বরং ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করতেই ব্যস্ত। তাই আমি আমার দল ও কৃষক- উভয়ের পাশে আছি।'
- বিষয় :
- বলিউড
- সোনম
- প্রিয়াঙ্কা চোপড়া
- কৃষক আন্দেলন