ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

'সিদ্ধান্ত নেওয়ার পর থেকে ভয়ে আছি'

'সিদ্ধান্ত নেওয়ার পর থেকে ভয়ে আছি'

জাহিদ হাসান

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২০ | ০০:৪২ | আপডেট: ০৮ ডিসেম্বর ২০২০ | ০০:৪৪

জাহিদ হাসান। বরেণ্য অভিনেতা, মডেল ও নির্মাতা। 'সাপলুডু' ছবিতে অভিনয়ের জন্য ২০১৯ সালে সেরা খল চরিত্রে অভিনয়ে জাতীয় পুরস্কার পাচ্ছেন এই অভিনেতা। এ পুরস্কার প্রাপ্তি ও অন্যান্য প্রসঙ্গে কথা হলো তার সঙ্গে-

'সাপলুডু'র জন্য সেরা খল অভিনেতার পুরস্কার পেতে যাচ্ছেন। কেমন লাগছে?

একজন অভিনেতার জন্য যে কোনো প্রাপ্তি অনেক আনন্দের, আর সেটি যদি হয় রাষ্ট্রীয় স্বীকৃতি, তাহলে তো কথাই নেই! যে কোনো কাজে এক ধরনের পরিশ্রম থাকে। সেই কাজের যখন সাফল্য আসে তখন পরিশ্রমের কথা আর মাথায় থাকে না। পুরস্কার পাওয়ায় কাজের আনন্দ আরও বেড়ে গেল। এবার বেশি খুশি হয়েছি। কারণ, এ নিয়ে তৃতীয়বারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলাম। স্বীকৃতির কারণেই অনেক কাজ করতে হবে।

সিনেমায় খল চরিত্রে কি নিয়মিত অভিনয়ে দেখা যাবে?

এটা নির্ভর করছে নির্মাতাদের ওপর। তারা চাইলে খল চরিত্রে আবারও আমাকে দেখা যাবে। সিনেমায় যে কোনো ধরনের চরিত্রেই অভিনয় করতে চাই। তবে চরিত্রের গুরুত্ব থাকতে হবে। যে চরিত্রগুলো খল হলেও আগেই বোঝা যায় না, সেই চরিত্রে অভিনয় বেশ উপভোগ করি। আমি যে চরিত্রই করি না কেন, অভিনেতা হিসেবে সৎ থাকার চেষ্টা করি।

প্রথম বিটিভির ধারাবাহিক পরিচালনা করছেন। শুটিংয়ে গিয়ে অনেক পুরোনো স্মৃতি মনে পড়েছে নিশ্চয়ই-

আমার অভিনয় ক্যারিয়ার শুরু হয়েছিল বিটিভির নাটকের মাধ্যমে। এই টিভিকে ঘিরে অসংখ্য স্মৃতি রয়েছে। বেসরকারি চ্যানেল চালুর পর বিটিভিতে কম কাজ করছি। অভিনয় মাঝেমধ্যে করলেও পরিচালনায় এ চ্যানেলের জন্য এই প্রথম নাটক 'পিছুটান'। বিষয়টি আমার জন্য সম্মানের। নতুন এক অভিজ্ঞতাও বটে। এ নাটকের মাধ্যমে নতুন-পুরোনো অনেক শিল্পী বিটিভির ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন।

ওয়েব সিরিজ 'মাফিয়া'র কাজ কতদূর?

শাহিন সুমনের পরিচালনায় এ ওয়েব সিরিজের প্রথম লটে মাত্র ৭ দিন শুটিং করেছি। করোনার কারণে কিছুদিন কাজ বন্ধ ছিল। আগামী ২০ ডিসেম্বর থেকে এর শুটিংয়ে ফিরব। অপরাধ জগতের ব্যক্তিদের রহস্যময় জীবনযাপন নিয়েই এর কাহিনি। যদিও ওয়েব সিরিজে অভিনয়ের সিদ্ধান্ত নেওয়ার পর থেকে ভয়ে আছি।

ভয় পাওয়ার কারণ কী?

মাঝে মাঝেই ওয়েব সিরিজ নিয়ে নানা ধরনের সমালোচনা ঝড় উঠছে। আমার এই ওয়েব সিরিজ নিয়েও সমালোচনার মুখে পড়ব কিনা, তা নিয়েই ভয়ে আছি। কারণ একটা নতুন ধারা হিসেবে ওয়েব সিরিজের সূচনা হয়েছে। এখনও ওয়েব সিরিজের বৈশিষ্ট্য দাঁড়ায়নি। আমি মনে করি, সব কিছুর আলাদা একটি বৈশিষ্ট্য থাকা উচিত। তা নাহলে যেকোনো কাজ নিয়েই সমালোচনা শুনতে হবে।

আরও পড়ুন

×