ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

তৌকীরের নতুন সিনেমা ‘স্ফুলিঙ্গ’, শিল্পী নির্বাচনে দেখালেন চমক

তৌকীরের নতুন সিনেমা ‘স্ফুলিঙ্গ’, শিল্পী নির্বাচনে দেখালেন চমক

ছবি: সমকাল

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২০ | ১৩:৩২ | আপডেট: ০৯ ডিসেম্বর ২০২০ | ১৩:৪৬

'জয়যাত্রা', 'রুপকথার গল্প', 'দারুচিনি দ্বীপ','অজ্ঞাতনামা', 'হালদা' ও 'ফাগুন হাওয়ায়' এর পর জনপ্রিয় নির্মতা ও অভিনেতা তৌকীর আহমেদ এবার নির্মাণ করতে যাচ্ছেন নতুন সিনেমা। বুধবার  সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ছবিটির নাম ও এর অভিনয়শিল্পীদের সঙ্গে পরিচয় করিয়ে দেয়া হয়। তৌকীর আহমেদের নতুন ছবির নাম ’স্ফুলিঙ্গ’।

সংবাদ সম্মেলনে তৌকীর আহমেদ জানালেন, তার এবারের ছবি একটি ব্যান্ড দলকে নিয়ে। মূলত বঙ্গবন্ধুর আদর্শের ও চেতনার সঙ্গে তারুণ্যের একটি মেলবন্ধন পাওয়া যাবে সিনেমায়।’

ছবিটিতে অভিনয় করবেন মামুনুর রশীদ, শহীদুল আলম সাচ্চু, ফজলুর রহমান বাবু, আবুল হায়াত, রওনক হাসান, শ্যামল মওলা, জাকিয়া বারী মম পরীমনিসহ অনেকে।

বুধবার সন্ধ্যার ওই সংবাদ সম্মেলনে ছবিটির সব শিল্পীরা হাজির থাকললেও  শুটিং থাকায় উপস্থিত হতে পারেননি জাকিয়া বারি মম। 

‘স্ফুলিঙ্গ’র শুটিং শুরু হব আগামী কাল ( ১১ ডিসেম্বর )। সিনেমাটির সঙ্গীত পরিচালনা করবেন পিন্টু ঘোষ। মহরত অনুষ্ঠানে হাজির হয়ে সঙ্গীত পরিবেশ করেন এ শিল্পী। যিনি এর আগে তৌকীরের হালদা ছবিরও সঙ্গীত পরিচালনা করেন। 

স্বপ্নের বাংলাদেশ ফাউন্ডেশনের ব্যানারে নির্মিত হচ্ছে  তৌকীর আহমেদের এবারের ছবি। টানা শুটিং করে ছবিটির কাজ শেষ করার পরিকল্পণা কথা জানালেন পরিচালক। পাশাপাশি জানালেন আগামী বছরের মার্চে সিনেমাটি মুক্তি দেয়ার পরিকল্পনা তার। 

সংবাদ সম্মেলনে নিজের বক্তব্যে বরেণ্য অভিনেতা মামুনুর রশিদ বলেন, ‘ আমি তৌকীরের কাজ দেখে মুগ্ধ হয়েছি। কখনও কখনও ক্ষুব্ধ হয়েছি আমাকে নেয় না কেন? অবশেষে অনেকদিন পর সুযোগ হলো একসঙ্গে কাজ করার।’

অনুষ্ঠানের শুভেচ্ছা বক্তব্যে শহিদুল আলম সাচ্চু বলেন, ‘এ কথা একবাক্যে সবাই স্বীকার করবেন কোন রকম কম্প্রোমাইজ ছাড়াই অনেকগুলো সিনেমা করেছেন তৌকীর। তিনি দেখিয়েছেন কম টাকায় কীভাবে মানসম্মত সিনেমা বানানো যায়।’

রওনক হাসান তার বক্তব্যে বলেন, ‘ছবিটির গল্প সম্পর্কে কিছুই জানা ছিলো না আমার। শুধু তৌকীর ভাই এক দিন আমাকে ফোন করে বললো আমার সিনেমায় তোমার একটা চরিত্র করে দিতে হবে।  গল্প স্ক্রিপ্ট না পড়েই আমি হ্যাঁ বলে দিয়েছি। আমিও একটু আধটু নির্মাণ করছি। তৌকীর ভাইয়ের মতো নির্মাতা হতে চাই আমি।’

ছবিটির দুই অভিনেত্রী পরীমনি ও মম।  এর মধ্যে মম হাজির হতে না পারলেও নির্ধারিত সময়ের আগেই হাজির হন পরী।  নিজের শুভেচ্ছা বক্তব্যে তিনি বলেন, ‘ছবিটি নিয়ে আমার লোভ জাগছে। অপেক্ষা করছি কখন আমার লুক দর্শকদের সঙ্গে শেয়ার করতে পারব। সিনেমার সংগীতের বিষয় থাকলেও আমি গানের সঙ্গে সম্পৃক্ত নই। আমার চরিত্রে বর্তমান ও অতীতের কিছু বিষয় থাকবে। ছবির শুটিং ১১ ডিসেম্বর শুরু হলেও আমি জয়েন করবো কিছুদিন পর। এর মধ্যে আমার প্রস্তুতির বিষয়ে আছে অনেক।’

আরও পড়ুন

×