ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

মধুচন্দ্রিমায় তুষারপাতে মাতোয়ারা সানা খান

মধুচন্দ্রিমায় তুষারপাতে মাতোয়ারা সানা খান

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২০ | ০২:১৮ | আপডেট: ১২ ডিসেম্বর ২০২০ | ০২:২৪

বিয়ের পর ভূস্বর্গ কাশ্মীরে মধুচন্দ্রিমায় গিয়েছেন বলিউড অভিনেত্রী সানা খান। কাশীরের গ্লুমবার্গে পৌঁছনোর পর থেকে তিনি একের পর এক ছবি এবং ভিডিয়ো শেয়ার করছেন ভক্তদের জন্য সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে। 

শীতের নানা পোশাকে 'জয় হো' ছবির এই অভিনেত্রীকে বেশ স্টাইলিশ দেখা গেছে। স্বামী সাঈদকেও দেখা গেছে ভিন্ন পোশাকে। এছাড়াও কখনও বরফের ছবি আবার কখনও ভূস্বর্গের বিভিন্ন খাবারের ছবি শেয়ার করছেন সানা। যে ছবি প্রকাশ্যে আসতেই সানাকে নিয়ে নেটিজেনদের মধ্যে চলছে নানা আলোচনা।

নভেম্বরের ২০ তারিখে সুরাটে ঘরোয়া আয়োজনের মাধ্যমে মৌলানা আনাস সাঈদকে বিয়ে করেন সানা খান। এর দুই দিন পর স্বামীর সঙ্গে ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে সবাইকে বিয়ের খবর জানান। সেই সঙ্গে এটাও লেখেন, একে অপরকে ভালোবেসে আল্লাহর সন্তুষ্টির জন্য তারা বিয়ে করেছেন।

এর আগে অক্টোবর মাসে ধর্মের পথে চলার জন্য অভিনয়ের রঙিন ভুবন থেকে সরে আসার সিদ্ধান্তের কথা জানান সানা। হিন্দি, তামিল, তেলেগু ও কান্নাড়াসহ একাধিক ভাষায় নির্মিত ছবির এ অভিনেত্রীর এমন সিদ্ধান্তে সে সময় অবাক হয়েছেন চলচ্চিত্র ভুবনের অনেকে।

ওই লেখায় অভিনয়ের বিষয়ে সিদ্ধান্ত জানানোর পাশাপাশি সানা খান অনুরোধ করেছেন, কেউ যেন তাকে আর পুরোনো পেশায় টেনে নিয়ে যাওয়ার চেষ্টা না করেন এবং কোনো কাজের জন্য না ডাকেন। কারণ, জীবনের বাকি দিনগুলো তিনি ধর্মের আশ্রয়েই কাটাতে চান।

কাশ্মীরে পৌঁছনোর পর পহেলগাঁও থেকে গুলমার্গে গিয়েছেন সানা খান এবং মৌলানা আনাস সাঈদ। বরফে মোড়া গুলমার্গে পৌঁছনোর আগেই নিজের ইস্টাগ্রাম হ্যান্ডেলে ভিডিয়ো শেয়ার করেন সানা খান। যেখান তিনি জানান, প্রচণ্ড বরফ পড়ছে চারপাশে, যা দেখে তিনি খুশিতে পাগল হয়ে যাচ্ছেন। এরপর তারা গুলমার্গে যাবেন বলেও ওই ভিডিয়োতে জানান সানা।




আরও পড়ুন

×