ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

ছবিটা এমন হাউজফুল যাবে ভাবিনি: চয়নিকা

ছবিটা এমন হাউজফুল যাবে ভাবিনি: চয়নিকা

নির্মাতা চয়নিকা চৌধুরী

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২০ | ০৭:২৩ | আপডেট: ১৩ ডিসেম্বর ২০২০ | ০৭:৪৪

পরিচালক হিসেবে প্রায় দু্ই যুগের ক্যারিয়ার চয়নিকা চৌধুরীর। খণ্ডনাটক ও ধারাবাহিক মিলিয়ে ৩৯৬টিরও বেশি নাটক পরিচালনা করেছেন তিনি। এবার তিনি এসেছেন সিনেমা নির্মাণে। শুধু আসলেনই না। তার নির্মিত প্রথম চলচ্চিত্র হলে মুক্তিও পেলো। গত শুক্রবার (১১ ডিসেম্বর) চয়নিকা চৌধুরীর প্রথম চলচ্চিত্র 'বিশ্বসুন্দরী' দেশব্যাপী ২৫ হলে মু্ক্তি  পেয়েছে। ছবিটি সিয়াম-পরী জুটিরও প্রথম । ছবিটি মুক্তির পর দর্শক সাড়া  কেমন পাচ্ছে ও সার্বিক অবস্থা নিয়ে সমকালের সঙ্গে কথা বলেছেন নির্মাতা -

'বিশ্বসুন্দরী' ছবিতে দর্শক সাড়া কেমন পাচ্ছেন?

মুক্তির পর রাজধানীর বড় বড় হগুলোতে গিয়েছিলাম আমরা। গিয়ে তো অবাক। দর্শকদের এতো উপস্থিতি! রাজধানীর বাইরে যশোর, রংপুর শহরের হলগুলো থেকেও দর্শকদের ইতিবাচক সাড়া পাওয়া যাচ্ছে। যারা দেখছেন তারা সবাই সিনেমাটি নিয়ে প্রশংসা করছেন। 

করোনার এই পরিস্থিতিতে তাহলে সিনেমাটি মুক্তি দিয়ে প্রযোজনা সংস্থা ভুল করেননি?

আমি শুরু থেকেই 'বিশ্বসুন্দরী'র প্রযোজনা সংস্থা সান মিউজিক এন্ড মোশন পিকচার্স লিমিটেডের এমন সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়ে আসছি। অনেকে আমাকে প্রশ্ন করেছেন  পেন্ডামিকের এই পরিস্থিতিতে সিনেমা মুক্তি কেনো দেয়া হচ্ছে? উত্তরে আমি বলেছি কাওকে তো এগিয়ে আসতেই হবে। আমার বিশ্বসুন্দরীর প্রযোজনা সংস্থা এগিয়ে এসেছে এ জন্য চলচ্চিত্র সংশ্লিষ্ট সবাইকে তাদরে সাধুবাদ জানানো দরকার। এখন তো বুঝতে পেরেছেন আমরা ভুল করিনি। দর্শক আমাদের সিনেমা দেখতে হলে আসছেন।

মুক্তির আগে কি ধারণা করেছিলেন দর্শকরা এভাবে ছবিটি দেখতে আসবেন?

নিজের প্রতি এই বিশ্বাস ছিলো,যারা আমার 'বিশ্বসুন্দরী' দেখবেন তাদের ভালো লাগবে। তবে করোনার এই সময়ে দর্শকরা সিনেমা দেখতে কতটা আসবেন সেটা নিয়ে সন্দিহান তো কিছুটা ছিলোই। তার পরেও ধরে নিয়েছিলাম সিনেমাটা দেখতে একটা শ্রেণী তো অবশ্যই আসবে। তারা দেখে ভালো লাগা, মন্দ লাগা জানাবেন। কিন্তু সিনেমাটা যে হাউজফুল যাবে সেটা কখনই ভাবিনি। 

মুক্তির অপেক্ষায় রয়েছে বেশ ক'টি বড় বাজেটের ছবি।  এই পরিস্থিতিতে ছবিগুলো মুক্তি দেয়া ঠিক  হবে বলে মনে করেন আপনি?

মনে হচ্ছে ২০২১ সাল পুরোটাই এমন পরিস্থিতির মধ্য দিয়েই যাবে বিশ্ব। তাহলে কি পুরো বছরটিতেই নতুন ছবি মু্ক্তি না দিয়ে বসে থাকবো  আমরা? ছবিগুলো ফেলে রাখবো? 'বিশ্বসুন্দরী' সিনেমাটা মুক্তি দিয়ে আমরা পথ দেখলাম, ভয় কাটালাম, দর্শকদের হলে আসতে অভ্যস্ত করলাম। এখন বড় বাজেটের যে সিনেমাগুলো প্রস্তুত আছে তার প্রযোজকরা সিনেমাগুলো মুক্তি দিতে সাহসী হবে।

'বিশ্বসুন্দরীর' ট্রেলার প্রকাশের পর অনেকেই সমালোচনা করেছেন। সিনেমা মুক্তির পর কি সমালোচনা পেয়েছেন?

যারা ট্রেলার দেখে সমালোচনা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা। কারণ তার ট্রেলার দেখে সমালোচনা করেছেন। না দেখে তো করেননি! ছবির ট্রেলার কিন্তু পুরো ছবির গল্প না। সঙ্গত কারণেই ট্রেলারে চমক রাখতে হয়েছে আমাকে। যারা ট্রেলার দেখে সমালোচনা করেছেন আশা করি, পুরো ছবিটি দেখার পর তাদের ভুল ভেঙেছে। ছবিটি মুক্তির পর সবাই প্রশংসা করছেন। 

প্রথম ছবি তো মুক্তি পেলো। এবার পরের ছবির ঘোষণা কবে আসছে?

প্রথম নির্মিত ছবি মু্ক্তি না পেলেও পরের ছবি শুরু করতাম। একজন নির্মাতা তো আর বসে থাকতে পারে না। গল্প রেডি করছি। সব রেডি হয়ে এলেই পরের ছবির ঘোষণা দেবো। 

আরও পড়ুন

×