ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

সোনু সুদ যেভাবে দুস্থদের আয়ের পথ দেখালেন

সোনু সুদ যেভাবে দুস্থদের আয়ের পথ দেখালেন

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২০ | ০১:০৯ | আপডেট: ১৫ ডিসেম্বর ২০২০ | ০১:৪২



সিনেমায় খল অভিনেতা হলেও করোনাকালে বাস্তব জীবনে সুপারহিরোর পরিচয় দিয়েছেন বলিউড অভিনেতা সোনু সুদ। নিজের সম্পদ অকাতরে দান করেছেন।  সে সময়  সোনু সুদ তার ভাড়া করা ১০টি বিশেষ বাসে ৩৫০ জন পরিযায়ী শ্রমিককে তাদের কর্মস্থল মহারাষ্ট্র থেকে কর্ণাটকে পৌঁছে দেন। 

নিজ উদ্যোগে বাস, ট্রেন, এমনকি উড়োজাহাজে করেও এ পর্যন্ত ভারতের বিভিন্ন রাজ্যের ২০ হাজার পরিযায়ী দিনমজুর ও তাদের পরিবারকে বাড়ি পাঠিয়ে আলোচনায় আসেন সোনু সুদ।

এবার করোনার মাঝে নি:স্ব হওয়া দুস্থদের পাশে দাড়িয়ে আলোচনায় এসেছেন।দরিদ্র পরিবারগুলি যাতে দুবেলা দুমুঠো অন্ন সংস্থান করতে পারে, সেই আশায় ই-রিকশা বিতরণ শুরু করলেন সোনু সুদ। খবর দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের

এই করোনার সময়ে অনেকেই কাজ হারিয়েছে। এতে করে তাদের সংসার চালাতেও হিমশিম খেতে হচ্ছে। সেসমস্ত আর্থিক সমস্যা জড়িত পরিবারগুলিকেই এবার আয়ের ব্যবস্থা করে দিতে অভিনব উদ্যোগ নিয়েছেন সোনু। 

শ্যাম স্টিল ইন্ডিয়ার সঙ্গে গাঁটছড়া বেধে দুস্থ পরিবারগুলিকে ই-রিকশা উপহার দিচ্ছেন বলিউডের এই অভিনেতা। আর এই উদ্যোগের নাম দিয়েছেন- ‘নিজে কামাও, সংসার চালাও।’ বিপদের দিনে আর্থিক সমস্যা কাটাতে যেন কারও মুখাপেক্ষী না হয়ে থাকতে হয়, সেই কারণেই এমন উদ্যোগ নিয়েছেন সোনু সুদ বলে জানা গেছে।

সোনু সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘এই সময়ে আমি বহু মানুষের ভালবাসা অর্জন করেছি ৷ সেই ভালবাসার পরিবর্তে ওই মানুষদের আরও পাশে দাঁড়ানোর জন্যই আমার এই উদ্যোগ !’

আরও পড়ুন

×