ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

নাইটক্লাবে গ্রেপ্তার সুজান খান ছাড়া পেয়ে যা বললেন

নাইটক্লাবে গ্রেপ্তার সুজান খান ছাড়া পেয়ে যা বললেন

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২০ | ০১:৫৬ | আপডেট: ২৩ ডিসেম্বর ২০২০ | ০৪:৪৯

মুম্বাইয়ের একটি নাইট ক্লাবে পার্টি থেকে গ্রেপ্তার হন অভিনেতা হৃতিক রোশনের সাবেক স্ত্রী সুজান খান। এ সময় পালিয়ে বাচেঁন ভারতের জনপ্রিয় র‌্যাপার বাদশা। সেখান থেকে আরও আটক করা হয় সুরেশ রায়না, গুরু রনধাওয়াসহ একঝাঁক তারকাকে।  

শোনা যায়, সুরেশ রায়না, গুরু রনধাওয়াদের গ্রেপ্তারের পর জামিনে মুক্তি দেওয়া হয় তাদের। ওই খবর প্রকাশ্যে আসতেই তোলপাড় শুরু হয়ে যায়। বিষয়টি নিয়ে এবার মুখ খুললেন সুজান খান। খবর জি-নিউজের 

সোমবার রাতের ওই ঘটনার পর সুজান নিজের টুইটার হ্যান্ডেলে একটি বক্তব্য প্রকাশ করেন। যেখানে তিনি জানান, গত রাতে এক বন্ধুর জন্মদিন উপলক্ষে তারা বেশ কয়েকজন বন্ধু একত্রিত হন সাহারের জে ডব্লিউ ম্যারিয়টের ড্রাগন ফ্লাই ক্লাবে। রাত আড়াইটার দিকে হোটেল কর্তৃপক্ষের কিছু আলোচনার জন্য সেখানে উপস্থিত অতিথিদের আরও ৩ ঘণ্টা অপেক্ষা করতে বলা হয়। 

যার ফলে ভোর ৬টার দিকে তারা ওই পানশালা ছাড়েন; কিন্তু তাদের নিয়ে যে খবর ছড়ানো হচ্ছে, তা সত্যি নয়। পানশালায় তাদের আটক করা হয়েছে, পরে ছাড়া হয়েছে বলে সংবাদমাধ্যেমে যে খবর প্রকাশ হচ্ছে, তা পুরোপুরি মিথ্যা। 

উল্লেখ্য মুম্বাইয়ের ড্রাগন ফ্লাই ক্লাব থেকে সুরেশ রায়না, সুজান খান-সহ ৩৪ জন হাইপ্রোফাইল ব্যক্তিকে আটক করা হয় বলে মঙ্গলবার জানায় ভারতের রিপাবলিক টিভিসহ বেশ কয়েকটি গণমাধ্যম। 

আরও পড়ুন

×