ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

মা হারালেন চিত্রনায়ক নিরব

মা হারালেন  চিত্রনায়ক  নিরব

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২০ | ০৩:৩২

অভিনেতা ও মডেল নিরব হোসেনের মা নুরজান আলম আর নেই।  বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেন তিনি। তার বয়স হয়েছিল ৬০ বছর।

নিরব নিজেই এ তথ্য সমকালকে নিশ্চিত করেছেন। তিনি জানান, বেশ কিছুদিন ধরে তার মা অসুস্থ ছিলেন। বেশ কয়েকবার তাকে হাসপাতালে নেওয়া হয়েছিল। কিন্তু শেষ রক্ষা আর হলো না। পৃথিবী ছেড়ে বিদায় নিয়েছেন তিনি। সবাই মায়ের জন্য দোয়া করবেন।

জানা গেছে,  বুধবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকেবুকে ব্যথা ও শ্বাসকষ্ট অনুভব করছিলেন নুরজাহা আলম। ভোররাত চারটার দিকে জরুরি ভিত্তিতে তাকে হাসপাতালে নেওয়া হওয়ায়  শারীরিক অবস্থা খারাপ হতে থাকলে দ্রুত আইসিইউ নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।



আরও পড়ুন

×