মিরপুরে আবদুল কাদেরের প্রথম জানাজা সম্পন্ন

বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২০ | ০২:১৪ | আপডেট: ২৬ ডিসেম্বর ২০২০ | ০৫:০০
অভিনেতা আবদুল কাদেরের প্রথম জানাজা বাদ জোহর রাজধানীর মিরপুর ডিওএইচএস সেন্ট্রাল মসজিদে সম্পন্ন হয়েছে। প্রথম জানাজায় অভিনেতার আত্মীয়-স্বজন, ঘনিষ্ঠজন ও মুসুল্লিরা অংশ নেন।
এখান থেকে অভিনেতা মরদেহ শ্রদ্ধা জানাতে রাজধানীর সেগুনবাগিচার বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে নেওয়া নেওয়া হয়।
শনিবার বেলা ৩টার পর মরদেহ শিল্পকলা একাডেমিতে নেওয়া হবে বলে জানিয়েছেন আবদুল কাদেরের পূত্রবধু জেমি। তিনি জানান, শিল্পকলায় শ্রদ্ধা প্রদর্শন শেষে হবে আবদুল কাদেরের দ্বিতীয় জানাজা। এরপর তাকে দাফন করা হবে বনানীর করস্থানে।
ক্যান্সারে আক্রান্ত অভিনেতা আবদুল কাদের শনিবার সকাল ৮টা ২০ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার বয়স হয়েছিল ৬৯ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।
- বিষয় :
- অভিনেতা কাদের
- কাদেরের প্রথম জানাযা