দাদা কাদেরের জন্য দোয়া চাইল ছোট্ট লুবাবা

প্রিয় দাদাকে হারিয়ে ভেঙে পড়েছে লুবাবা - সমকাল
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২০ | ০২:৫০ | আপডেট: ২৬ ডিসেম্বর ২০২০ | ০৩:০৫
ক্যান্সারে আক্রান্ত জনপ্রিয় অভিনেতা আবদুল কাদেরের মৃত্যুর পর থেকেই কেবল কাঁদছে তার আদরের নাতনি শিশুশিল্পী সিমরীন লুবাবা।
শনিবার রাজধানীর এভারকেয়ার হাসপাতাল মারা যান অভিনেতা আবদুল কাদের। সকালেই তার মরদেহ মিরপুরের বাসভবনে নেওয়া হয়। দুপুর ১টার দিকে প্রথম জানাজার জন্য যখন আবদুল কাদেরের মরদেহ নেওয়া হচ্ছিল সে সময় লুবাবা আরও বেশি ভেঙে পড়ে। গণমাধ্যমকর্মীরা লুবাবার কাছে গেলে কাঁদতে কাঁদতে সবার কাছে দাদুর জন্য দোয়া চায় সে।
ফুঁফিয়ে কাঁদতে কাঁদতে লুবাবা বলে, 'আমার দাদুর জন্য সবাই দোয়া করবেন। তাকে যেন আল্লাহ বেহেশত দান করেন।'
দাদার সঙ্গে সর্বশেষ কী কথা হয়েছিলে জানতে চাইলে লুবাবা জানায়, দেশে আসার পর দাদার সঙ্গে আর কথা হয়নি তার।
ক্যান্সারে আক্রান্ত অভিনেতা আবদুল কাদের শনিবার সকাল ৮টা ২০ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার বয়স হয়েছিল ৬৯ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।
ছেলের ঘরের নাতি সাদমান এহসাস ও নাতনি সিমরীন লুবাবা ছিল আবদুল কাদেরের প্রাণ। তাদের নিয়ে সর্বদা ব্যস্ত থাকতেন তিনি। এমনটিই জানিয়েছেন কাদেরের স্ত্রী খাইরুন নিসা।
- বিষয় :
- অভিনেতা আবদুল কাদের
- কান্নায় ভেঙে
- লুবাবা