ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

উপস্থাপনায় তিশা, অতিথি হয়ে এলেন সিয়াম-নাবিলা

উপস্থাপনায় তিশা, অতিথি হয়ে এলেন সিয়াম-নাবিলা

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২০ | ০৪:০৫ | আপডেট: ২৭ ডিসেম্বর ২০২০ | ০৪:৩৪

টিভি নাটকে প্রিয়মুখ নুসরাত ইমরোজ তিশা। চলচ্চিত্রের নায়িকা হিসেবেও পেয়েছেন দর্শকপ্রিয়তা। অভিনেত্রীর পাশাপাশি তিশা গায়িকা, নৃত্যশিল্পীও। এবার তাকে পাওয়া যাবে নতুন রূপে। উপস্থাপক হিসেবে যাত্রা করছেন এই অভিনেত্রী।

মোবাইল ফোন প্রতিষ্ঠান গ্রামীণফোনের 'দ্য বক্স' নামের একটি গেম শো নিয়মিত উপস্থাপনা করবেন তিনি। এটি পরিচালনা করছেন শাহরিয়ার শাকিল। তিনি এর আগে অপি করিমকে নিয়ে 'অফিস গ্লোয়িং চেয়ার', মাসুমা রহমান নাবিলাকে নিয়ে 'এক ডিশ দুই কুক' এবং অপূর্বকে নিয়ে 'বিফ কার্নিভাল'সহ বেশ কয়েকটি টিভি শো নির্মাণ করেন।

'দ্য বক্স' নামের এই শোর প্রথম পর্ব প্রচার হবে ৩১ ডিসেম্বর। এ পর্বে অতিথি হিসেবে থাকবেন অভিনেতা সিয়াম আহমেদ ও অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা।

'দ্য বক্স' উপস্থাপনা প্রসঙ্গে নুসরাত ইমরোজ তিশা বলেন, 'প্রথমবারের মতো নিয়মিত উপস্থাপনা করছি। এটি একটি গেম শো। এখানে প্রতি পর্বে অংশ নিয়েছেন দেশের বিনোদন অঙ্গনের তারকাশিল্পীরা। ফলে অনুষ্ঠানে প্রত্যেকের সঙ্গে দারুণ মজা করেছি।'

তিশা আরও বলেন, 'এখন টেলিভিশনে অনেক শো হচ্ছে। সেই জায়গা থেকে আয়োজনটিতে পুরোপুরি ভিন্নতা আনা হয়েছে। যেহেতু আমার নিজের কাছে আয়োজনটি ভালো লেগেছে, তাই বলতে পারি দর্শকদের কাছেও ভালো লাগবে।'

পরিচালক শাহরিয়ার শাকিল বলেন, 'অনুষ্ঠানটির প্রথম সিজন আমরা পাঁচ পর্বে ভাগ করেছি, যা একসঙ্গে এনটিভি ও এটিএন বাংলায় সম্প্রচার হবে। আশা করছি আমার আগের নির্মিত টিভি শোগুলোর মতো এটিও সবার পছন্দ হবে।'

আরও পড়ুন

×