গুরুতর অসুস্থ আমির সিরাজীকে ঢাকায় আনা হচ্ছে

সমকাল প্রতিনিধি
প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২০ | ০৫:২৭ | আপডেট: ২৯ ডিসেম্বর ২০২০ | ০৭:২৮
হাসপাতালে ঢাকাই চলচ্চিত্রের খল অভিনেতা আমির সিরাজী। সম্প্রতি হৃদরোগে আক্রান্ত হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় তাকে। বিষয়টি সমকালকে নিশ্চিত করছেন তার বড় মেয়ে নুরজাহান সিরাজী। সার্বক্ষণিক বাবার দেখভাল করছেন তিনি।
আমির সিরাজী তার গ্রামের বাড়ি গফরগাঁওয়ে অবস্থান করছিলেন। সেখানে থাকাকালীন গত ২৭ ডিসেম্বর রাত ৮টার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। এরপর দ্রুত তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
নুরজাহান বলেন, বাবার শরীর খারাপ হয় দুইদিন আগে। প্রথমে খুব একটা সিরিয়াস কিছু ছিলো না। তাই বাসাতেই চিকিৎসা নিচ্ছিলেন। তবে পরে বাবার শারীরিক অবস্থা ক্রমেই খারাপ হতে থাকে। তাই ময়মনসিংহের গফরগাঁওয়ের একটি হাসপাতালে নেই। এখন তো বাবার অবস্থা খুবই গুরুতর। ভালো চিকিৎসার জন্য ঢাকাতে নেওয়া হবে তাকে।'
দীর্ঘদিন ধরেই ডায়াবেটিস, উচ্চরক্তচাপসহ বেশ কিছু সমস্যায় ভুগছেন আমির সিরাজী। ঢাকায় এনে পরীক্ষা-নিরীক্ষা করে চিকিৎসা শুরুর পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।
আমির সিরাজী কথা বলতে পারছেন না বলে জানান তার মেয়ে। কথা বলতে গেল জড়িয়ে যাচ্ছে বলে জানান তিনি।
জনপ্রিয় অভিনেতা আমির সিরাজী একজন মুক্তিযোদ্ধা। ১৯৮৫ সাল থেকে এ পর্যন্ত সাড়ে ছয়শ’ সিনেমায় অভিনয় করেছেন তিনি। ইবনে মিজান পরিচালিত ‘পাতাল বিজয়’ সিনেমায় প্রথম অভিনয় করেন তিনি। তার মুক্তিপ্রাপ্ত প্রথম চলচ্চিত্র মতিন রহমান পরিচালিত ‘রাধা কৃষ্ণ’। এরপর থেকে নিয়মিত অভিনয় করছেন তিনি। এখনো তার হাতে একাধিক সিনেমার কাজ রয়েছে।
- বিষয় :
- ঢালিউড
- আমির সিরাজী
- খল অভিনেতা