ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

অনুদান পেতে জমা পড়েছে দেড় শতাধিক চিত্রনাট্য

অনুদান পেতে জমা পড়েছে দেড় শতাধিক চিত্রনাট্য

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ০২ জানুয়ারি ২০২১ | ০০:৪৩ | আপডেট: ০২ জানুয়ারি ২০২১ | ০০:৪৫

২০২০-২১ অর্থবছরের জন্য চলচ্চিত্রে সরকারি অনুদানের জন্য শেষ সময় ছিল গত বৃহস্পতিবার বিকেল ৪টা পর্যন্ত। এবার রেকর্ডসংখ্যক চিত্রনাট্য জমা দেওয়ার পাশাপাশি তারকা শিল্পীদের চিত্রনাট্য জমা দেওয়ার তালিকা ছিল দীর্ঘ।

জানা গেছে, এবার অনুদানের জন্য চিত্রনাট্য জমাদানকারীদের মধ্যে রয়েছেন অভিনেত্রী জয়া আহসান, অপু বিশ্বাস ও শাহনুর, অভিনেতা আলমগীর, প্রযোজক নেতা খোরশেদ আলম খসরু, পরিচালক অপূর্ব রানা, গাজী মাহবুব, মোস্তাফিজুর রহমান মানিক, সাজ্জাদ খান, বন্ধন বিশ্বাস, সানী সানোয়ার, কাজী হায়াত ও দেলোয়ার জাহান ঝন্টু।

কারা জমা দিয়েছেন, তাদের নাম না বললেও তথ্য মন্ত্রণালয়ের উপসচিব মো. সাইফুল ইসলাম বলেন, আমাদের কাছে শেষ পর্যন্ত দেড় শতাধিক চিত্রনাট্য জমা পড়েছে। এগুলো প্রাথমিক যাচাই-বাছাই শেষে জুরি বোর্ডের কাছে পাঠানো হবে।

চিত্রনাট্য বাছাইয়ের জন্য এখনও জুরি বোর্ড গঠিত হয়নি বলে জানিয়েছে মন্ত্রণালয়। শিগগিরই এ ব্যাপারে প্রজ্ঞাপন জারি করা হবে। নিয়ম অনুযায়ী জুরি বোর্ডের সদস্যরা চিত্রনাট্যগুলো পড়ে একটি নম্বর প্রদান করেন। এরপর চূড়ান্ত সিদ্ধান্ত নেয় মন্ত্রণালয়। এবারের প্রজ্ঞাপন অনুযায়ী পূর্ণদৈর্ঘ্যে ১০টি এবং স্বল্পদৈর্ঘ্যে ১০টি সিনেমাকে অনুদান দেওয়া হবে।

আরও পড়ুন

×