ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

২৫ লাখ রুপির প্রশ্নে হারলেন সোনু

২৫ লাখ রুপির প্রশ্নে হারলেন সোনু

ফাইল ছবি

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০২ জানুয়ারি ২০২১ | ০৫:৪৮ | আপডেট: ০২ জানুয়ারি ২০২১ | ০৮:০৫

বলিউডের 'শাহেনশাহ' বলে খ্যাত অমিতাভ বচ্চনের  ‘কৌন বনেগা ক্রোড়পতি’ (কেবিসি) অনুষ্ঠানে সম্প্রতি হাজির হয়েছিলেন সোনু সুদ। অনুষ্ঠানে বিভিন্ন প্রশ্নের উত্তর দিলেও ২৫ লাখ রুপির একটি প্রশ্নে হেরে যাওয়ায় আবার আলোচনায় এসেছেন তিনি। 

প্যানডেমিক ও লকডাউনের সময়ে সনুর অবদান ছিল মনে রাখার মতো । পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরা থেকে শুরু করে, তাদের কর্মস্থানের ব্যবস্থা করা, দুঃস্থ মানুষদের দিকে সাহায্যের হাত বাড়ানো, শিক্ষার্থীদের ইন্টারনেটের ব্যবস্থা করে তাদের পড়াশোনার সুযোগ করে দেওয়া, এরকম নানা প্রয়োজনে সনুকে পাশে পেয়েছেন সাধারণ মানুষ ।

আর সে কারণেই করমবীর স্পেশাল এপিসোডে সনুকে আমন্ত্রণ করেছিলেন অমিতাভ বচ্চন। সেখানেই প্রশ্ন ছিল, বিপর্যয় মোকাবিলায় অসাধারণ অবদানের জন্য কেন্দ্রীয় সরকার প্রতি বছর কোনও সংস্থা বা ব্যক্তিকে এই পুরস্কার দিয়ে থাকেন। এতে অপশন দেওয়া হয় চারটি। সর্দার বল্লভভাই প্যাটেল, সুভাষ চন্দ্র বসু, মহাত্মা গান্ধি এবং গঙ্গাধর তিলক ।

সনু এই প্রশ্নে লাইফ লাইন নিতে গিয়েও নিজেই বলে দেন উত্তর । তিনি বলেন সর্দার বল্লভভাই প্যাটেল। তবে উত্তরটি ভুল হয়। সঠিক উত্তর ছিল নেতাজি সুভাষ চন্দ্র বসু। এতে করে  ২৫ লাখের এই প্রশ্নের উত্তর দিতে না পারায় হেরে যান সনু।

কেবিসি-র মঞ্চে নিজের প্রকাশিত বইটি নিয়ে গিয়েছিলেন সনু। ‘আই অ্যাম নট মাসিহা’  বইয়ের একটি কপি এসময় বিগ-বি’কে উপহার দেন তিনি। সূত্র: ফ্লিমবিট 

আরও পড়ুন

×