কোয়ারেন্টাইন না মানায় সালমানের দু্ই ভাইয়ের বিরুদ্ধে এফআইআর

ফাইল ছবি
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২১ | ০৫:২৪ | আপডেট: ০৫ জানুয়ারি ২০২১ | ০৬:২৮
কোয়ারেন্টাইনের শর্ত না মানায় বলিউড সুপারস্টার সালমান খানের দুই ভাই ও তার ভাতিজার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের (এফআইআর) করা হয়েছে।
সম্প্রতি সালমানের দুই ভাই আরবাজ খান ও সোহেল খান এবং তার ভাতিজা সংযুক্ত আরব আমিরাতে থেকে দেশে ফেরেন। কোভিড বিধি অনুযায়ী, তাদের সাতদিনের জন্য বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থাকার কথা ছিল। কিন্তু তারা তা থাকেননি।
জানা যায়, ২৬ ডিসেম্বরই নিজেদের হোটেল বুকিং বাতিল করে দিয়ে প্রত্যেকেই বাড়ি ফিরে যান তারা। এই খবর জানার পর তাদের বিরুদ্ধে এফআইআর দায়ের করে বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশন (বিএমসি)। খবর টাইমস অব ইন্ডিয়ার
সোহেল খানের ভাষ্য, তিনি ও আরবাজ ২৫ ডিসেম্বর দেশে ফিরলেও তার ছেলে আসেন ৩০ ডিসেম্বর। আর বিমানবন্দরে তাদের করোনা পরীক্ষাও হয়েছিল। রিপোর্ট নেগেটিভ আসায় কোয়ারেন্টাইনে না থেকে তারা বাড়ি ফিরে যান।
এদিকে বিএমসি জানায়, আইন প্রত্যেকের জন্য একইরকম হওয়া উচিত। তাই আগামী ১৪ দিন তিনজনকে হোটেলে কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে তাদের পক্ষ থেকে। সাতদিন পর কোভিড টেস্ট করা হবে। রিপোর্ট নেগেটিভ এলেই তারা বাড়ি যেতে পারবেন।