আনুশকা প্রথমে রাগলেন, পরে সাবধান করলেন

আনুশকা শর্মা
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২১ | ০২:১০ | আপডেট: ০৭ জানুয়ারি ২০২১ | ০৪:০৮
মা হচ্ছেন আনুশকা শর্মা। গত ২৭ আগস্ট নিজের ভেরিফায়েড ফেসবুক পেজের মাধ্যমে এ খবর দিয়েছেন বিরাট কোহলি। স্ত্রী আনুশকার সঙ্গে একটি হাস্যোজ্জ্বল ছবি শেয়ার কোহলি লিখেন, ‘অবশেষে আমরা ৩ জন হতে যাচ্ছি।’
পরে বেবিবাম্প নিয়ে ভোগ ম্যাগাজিনের জন্য ফটোশুট করতে দেখা যায় আনুশকাকে। সে ছবিও শেয়ার করেছেন আনুশকা। বিষয়টি নিয়ে হয়েছেন সমালোচিত। মাতৃত্বকালীন অবস্থার ছবি আনুশকার সামনে আনা ঠিক হয়নি বলে মন্তব্য করেছেন বিরাট কোহলির অনেক ভক্ত।
এ ঘটনায় ক্ষুব্ধ আনুশকা। সন্তান সম্ভবা আনুশকা বলে দিয়েছেন, তাদের ব্যক্তিগত জীবনে যেন কেউ ডিস্টার্ব না করেন। তারা নিজের মতো করে যখন সময় কাটান তখন যেনো বার বার ক্যামেরার ফ্ল্যাশ জ্বলে না ওঠে।
বুধবার আনুশকা সামাজিক যোগাযোগে মাধ্যমে একটি ছবি পোস্ট করেন। যেখানে বিরাটের সঙ্গে ব্যালকনিতে বসে থাকতে দেখা যায় তাকে। আনুশকা বলেন, তারা যখন ব্যালকনিতে ছিলেন তখনো কয়েকজন তাদের ক্যামেরাবন্দি করার চেষ্টা করেন, যা তাদের মোটেও ভালো লাগেনি।
ইনস্টাগ্রাম স্টোরিতে স্টেটাস শেয়ার করে তিনি স্পষ্টই জানান, বার বার বলা সত্ত্বেও তাদের ব্যক্তিগত জীবনে সংবাদমাধ্যম ঢুকে পড়ছে! পাপারাৎজিদের এ ধরনের কাজ এখনই বন্ধ করা উচিত বলে মন্তব্য করেন তিনি।
চলতি জানুয়ারিতেই বিরাট আনুশকার ঘরে নতুন অতিথি আসার কথা, যদিও স্পষ্ট করে দিনক্ষণ এখনও জানানো হয়নি।
- বিষয় :
- বলিউড অভিনেত্রী
- বেবি বম্প
- আনুশকা শর্মা