ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

এবার জুনিয়র এনটিআরের সঙ্গে রশ্মিকা

এবার জুনিয়র এনটিআরের সঙ্গে রশ্মিকা

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ জানুয়ারি ২০২১ | ০৬:৫০ | আপডেট: ১০ জানুয়ারি ২০২১ | ১০:৩৪

ভারতের তেলেগু অভিনেত্রী রশ্মিকা মন্দানা, যিনি 'ক্রাশ' নামে বেশ পরিচিত, এবার জুনিয়র এনটিআরের সঙ্গে জুটি বাঁধছেন। নির্মাতা ত্রিবিক্রম শ্রীনিবাসের সঙ্গে তোলা তেলেগু তারকা জুনিয়র এনটিআরের ছবি ভক্তদের হৃদয়ে উত্তেজনা বাড়িয়েছে। ২০১৮ সালে মুক্তি পাওয়া ‘অরবিন্দ সমেথা বীরা রাঘব’ সিনেমার পর এ দুজন ফের একসঙ্গে কাজ করছেন।

‘এনটিআর ৩০’ নামে একটি ছবিতে রশ্মিকা মন্দানা অভিনয় করবেন বলে শোনা যাচ্ছে। এতে তার বিপরীতে দেখা যেতে পারে তেলেগু তারকা জুনিয়র এনটিআরকে। 

‘এনটিআর ৩০’ সিনেমার খবর শিরোনামে আসে, যখন নির্মাতা প্রতিষ্ঠান হারিকা অ্যান্ড হাসিন ক্রিয়েশনস তাদের ছবি প্রকাশ করে। ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হতেই শুরু হয় গুঞ্জন। খবর ফ্লিমবিটের

শোনা যাচ্ছে, সিনেমার দৃশ্য এবং গানে আবেদন তৈরিতে নির্মাতারা কোনো ত্রুটি রাখতে চান না। আর তাই এ সিনেমার মিউজিকের জন্য ডাক পেয়েছেন ‘বুত্তা বোম্মা’খ্যাত থমন।

সিনেমাটি মুক্তি পাবে ২০২২ সালের সংক্রান্তি উৎসবকে কেন্দ্র করে। গুঞ্জন রয়েছে, ওই উৎসবে মুক্তির তারিখ নির্ধারণ করতে জুনিয়র এনটিআর নিজে অনুরোধ করেছেন। দর্শক দীর্ঘদিন সিনেমাটির জন্য অপেক্ষা করছেন, আরো বিলম্ব করে তিনি তাদের হতাশ করতে চান না।

এদিকে সম্প্রতি বলিউডে পা রাখার আগেই কোটি রুপি দামের রেঞ্জ রোভার গাড়ি কিনে হইচই ফেলে দেন রশ্মিকা। জুনিয়র এনটিআর এখন এসএস রাজামৌলির ‘আরআরআর’ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত। এ সিনেমায় রয়েছেন রাম চরণ, শ্রিয়া সরণ এবং বলিউড অভিনেতা অজয় দেবগন ও আলিয়া ভাট।

আরও পড়ুন

×